রাকাবকে বিকেবির সঙ্গে একীভূত না করার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৬: ৪১

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) একীভূত না করার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ রোববার দুপুরে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিকেবিকে দুর্বল ব্যাংক আখ্যা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন, ‘১৯৮৭ সালে রাকাব প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৭ বছরে ব্যাংকটি উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের কৃষক ও সর্বস্তরের মানুষের প্রাণের ব্যাংক হিসেবে পরিগণিত হয়েছে। সরকার রাকাবকে দেশের অন্যতম দুর্বলতম ব্যাংক বিকেবির সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের অগ্রসরমাণ কৃষি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে এই অঞ্চলের কৃষি ও কৃষক ন্যায্যতা হারাবে।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল বলেন, ‘একটা প্রাচীন প্রবাদ আছে “ডুবন্ত জাহাজে উঠতে হয় না”। আমরা যে জাহাজকে (বিকেবি) দেখছি ডুবে গেছে, তাকে আপনি খুঁটি দিয়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু কেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক? এই প্রতিষ্ঠিত ব্যাংকটিকে একীভূত করলে একই সঙ্গে হিসাব-নিকাশ হবে দুই ব্যাংকের। তখন লোকসানের দায়ভার রাজশাহী কৃষি ব্যাংককে নিতে হবে এবং রাজশাহীর কৃষি মুখ থুবড়ে পড়বে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সদস্যসচিব মাসুদুর রহমান রিংকু, জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, কবি আরিফুল হক কুমার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত