জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলকে রাজাকারের সন্তান বলায় প্রতিবাদ জানানো হয়েছে। আজ রোববার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান জিহাদ মন্ডল।
জিহাদ মন্ডল বলেন, ‘গত কয়েক দিন আগে একটি অনলাইন পত্রিকায় রাজাকারের সন্তান পেল পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের পদ। এ ধরনের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বাবা বা পরিবারের কেউই কখনো রাজাকার ছিলেন না। আমার পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। শুধুমাত্র আমার বাবার নামের সঙ্গে মিল থাকায় আমার পরিবারকে স্বাধীনতা বিরোধী হিসেবে দেখানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমার বাবার নাম আঃ হামিদ মন্ডল, পিতা জামাত আলী, সাং-লাটপাড়া, কুসুম্বা ইউনিয়ন, পাঁচবিবি। অপরদিকে একই এলাকার আব্দুল হামিদ, পিতা আফাজ উদ্দিন, সাং-লাটপাড়া, পাঁচবিবি সে একজন প্রতিষ্ঠিত রাজাকার। বাবার নামের সঙ্গে মিল থাকায় আমাকে রাজাকারপুত্র বলা হয়েছে। আমি বা আমরা কেহই দেশ বিরোধী কোনো চক্রের সঙ্গে জড়িত নই।’
জিহাদ মন্ডল আরও বলেন, ‘আমি ১৯৯৯ সালে পাঁচবিবি পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে পৌর ছাত্রলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৮ সালে মহীপুর হাজি মোহাম্মদ মহসীন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য, ২০১৩ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, ২০১৬ সালে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ২০২২ সালে কুসুম্বা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার রাজনৈতিক উত্থানে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রুপ আমার বিরুদ্ধে ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে আমার দলীয় একশ্রেণির নেতা আমাকে হেয় করতে কাজ করে যাচ্ছে। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাই ও নিন্দা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আমি আমার দলীয় ফোরামে আলোচনা করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলকে রাজাকারের সন্তান বলায় প্রতিবাদ জানানো হয়েছে। আজ রোববার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান জিহাদ মন্ডল।
জিহাদ মন্ডল বলেন, ‘গত কয়েক দিন আগে একটি অনলাইন পত্রিকায় রাজাকারের সন্তান পেল পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের পদ। এ ধরনের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বাবা বা পরিবারের কেউই কখনো রাজাকার ছিলেন না। আমার পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। শুধুমাত্র আমার বাবার নামের সঙ্গে মিল থাকায় আমার পরিবারকে স্বাধীনতা বিরোধী হিসেবে দেখানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমার বাবার নাম আঃ হামিদ মন্ডল, পিতা জামাত আলী, সাং-লাটপাড়া, কুসুম্বা ইউনিয়ন, পাঁচবিবি। অপরদিকে একই এলাকার আব্দুল হামিদ, পিতা আফাজ উদ্দিন, সাং-লাটপাড়া, পাঁচবিবি সে একজন প্রতিষ্ঠিত রাজাকার। বাবার নামের সঙ্গে মিল থাকায় আমাকে রাজাকারপুত্র বলা হয়েছে। আমি বা আমরা কেহই দেশ বিরোধী কোনো চক্রের সঙ্গে জড়িত নই।’
জিহাদ মন্ডল আরও বলেন, ‘আমি ১৯৯৯ সালে পাঁচবিবি পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে পৌর ছাত্রলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৮ সালে মহীপুর হাজি মোহাম্মদ মহসীন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য, ২০১৩ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, ২০১৬ সালে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ২০২২ সালে কুসুম্বা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার রাজনৈতিক উত্থানে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রুপ আমার বিরুদ্ধে ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে আমার দলীয় একশ্রেণির নেতা আমাকে হেয় করতে কাজ করে যাচ্ছে। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাই ও নিন্দা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আমি আমার দলীয় ফোরামে আলোচনা করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১৭ মিনিট আগেঅবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ, যেখানে এ দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গাব্রিয়েল ফ্রান্সেসসি।
৩৩ মিনিট আগেযশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৪০ মিনিট আগেরংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গতকাল সোমবার গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপ
১ ঘণ্টা আগে