নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বিষপান পান করেন এক যুবক (১৮) ও কিশোরী (১৫)। এতে মারা যায় ওই কিশোরী। যুবকের বাড়ি থেকে ‘প্রেমের সম্পর্ক’ মেনে না নেওয়ায় তারা বিষপান করে বলে জানান স্থানীয়রা। অসুস্থ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা। কিশোরীর বাড়ি গুরুদাসপুরে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। অন্যদিকে অসুস্থ যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রোববার যুবক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গুরুদাসপুরে আসেন। ওই দিন তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুই পরিবারকে অবহিত করে তারা। কিশোরীর পরিবার বিয়ে দিতে সম্মত হলেও যুবকের পরিবার অস্বীকৃতি জানায়। এতে কিশোরীর পরিবার ওই যুবককে ফিরে যেতে বলে।
সোমবার সকাল থেকে যুবক ও কিশোরী নিখোঁজ হয়। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ার অভিমানে দুপুরে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় দুজনে এক সঙ্গে বিষপান করে। এ সময় প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, ‘জরুরি বিভাগে আসার পর বাঁচানোর চেষ্টা করা হলেও মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়েছে।’
কিশোরীর এক প্রতিবেশী বলেন, ‘যুবকের বিষপানের বিষয়ে মুরাদনগরে তাঁর মাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন—ছেলের বাবা বাসায় এলে ঘটনাটি জানাবো। এই বলে ফোন রেখে দেন।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরের অবিভাবক না থাকায় গুরুদাসপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে বিষপান পান করেন এক যুবক (১৮) ও কিশোরী (১৫)। এতে মারা যায় ওই কিশোরী। যুবকের বাড়ি থেকে ‘প্রেমের সম্পর্ক’ মেনে না নেওয়ায় তারা বিষপান করে বলে জানান স্থানীয়রা। অসুস্থ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা। কিশোরীর বাড়ি গুরুদাসপুরে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। অন্যদিকে অসুস্থ যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রোববার যুবক ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গুরুদাসপুরে আসেন। ওই দিন তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুই পরিবারকে অবহিত করে তারা। কিশোরীর পরিবার বিয়ে দিতে সম্মত হলেও যুবকের পরিবার অস্বীকৃতি জানায়। এতে কিশোরীর পরিবার ওই যুবককে ফিরে যেতে বলে।
সোমবার সকাল থেকে যুবক ও কিশোরী নিখোঁজ হয়। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ার অভিমানে দুপুরে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় দুজনে এক সঙ্গে বিষপান করে। এ সময় প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, ‘জরুরি বিভাগে আসার পর বাঁচানোর চেষ্টা করা হলেও মেয়েটির মৃত্যু হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়েছে।’
কিশোরীর এক প্রতিবেশী বলেন, ‘যুবকের বিষপানের বিষয়ে মুরাদনগরে তাঁর মাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন—ছেলের বাবা বাসায় এলে ঘটনাটি জানাবো। এই বলে ফোন রেখে দেন।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরের অবিভাবক না থাকায় গুরুদাসপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৫ মিনিট আগেমাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
৩২ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
১ ঘণ্টা আগে