নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ অন্যান্য যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহীর দুটি স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে র্যাব-৫-এর একটি দল। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সাতজনের মধ্যে রাজশাহীর বাইপাস এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চাঁদাবাজ চক্রের মূল হোতা আখতারুজ্জামান হেলেন (৪৯), আব্দুর রাজ্জাক (৪৭), আব্দুল কুদ্দুস (৫৫) ও মো. মিন্টু (৩৬)।
আখতারুজ্জামান হেলেন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার বাসিন্দা। রাজ্জাকের বাড়ি নগরীর খোজাপুর মহল্লায়। আব্দুল কুদ্দুস তেরখাদিয়া এলাকার এবং মিন্টু রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকার বাসিন্দা।
তাঁরা চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া চাল, ডাল ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করতেন বলে র্যাব জানিয়েছে।
রাজশাহীর কাটাখালী এলাকা থেকে আরও তিনজনকে আটক করে র্যাব। এই তিনজন হলেন আশরাফুল ইসলাম (৩২), মানিক আলী (৩৮) ও দুরুল হোদা (৩৮)। আশরাফুল ইসলাম পুঠিয়ার বেলপুকুর এলাকার বাসিন্দা। আর দুরুল ও মানিকের বাড়ি নামাজগ্রাম এলাকায়। এদের কাছ থেকে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রসিদ, টোকেন ও ৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, চক্রটি লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লেগুনাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না পেলে তাঁরা গাড়ি ভাঙচুর করছিলেন।
এ ছাড়া চালকদের আটকে রেখে মারধরও করতেন তাঁরা। আজ সোমবার সকালে তাঁদের শাহমখদুম ও কাটাখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ অন্যান্য যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহীর দুটি স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে র্যাব-৫-এর একটি দল। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সাতজনের মধ্যে রাজশাহীর বাইপাস এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চাঁদাবাজ চক্রের মূল হোতা আখতারুজ্জামান হেলেন (৪৯), আব্দুর রাজ্জাক (৪৭), আব্দুল কুদ্দুস (৫৫) ও মো. মিন্টু (৩৬)।
আখতারুজ্জামান হেলেন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার বাসিন্দা। রাজ্জাকের বাড়ি নগরীর খোজাপুর মহল্লায়। আব্দুল কুদ্দুস তেরখাদিয়া এলাকার এবং মিন্টু রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকার বাসিন্দা।
তাঁরা চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া চাল, ডাল ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করতেন বলে র্যাব জানিয়েছে।
রাজশাহীর কাটাখালী এলাকা থেকে আরও তিনজনকে আটক করে র্যাব। এই তিনজন হলেন আশরাফুল ইসলাম (৩২), মানিক আলী (৩৮) ও দুরুল হোদা (৩৮)। আশরাফুল ইসলাম পুঠিয়ার বেলপুকুর এলাকার বাসিন্দা। আর দুরুল ও মানিকের বাড়ি নামাজগ্রাম এলাকায়। এদের কাছ থেকে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রসিদ, টোকেন ও ৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, চক্রটি লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লেগুনাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না পেলে তাঁরা গাড়ি ভাঙচুর করছিলেন।
এ ছাড়া চালকদের আটকে রেখে মারধরও করতেন তাঁরা। আজ সোমবার সকালে তাঁদের শাহমখদুম ও কাটাখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সরেজমিন বাগান ঘুরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে ছয় বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেছেন চার বন্ধু মো. অলিউল্লাহ বায়েজিদ, ফারুক আহমেদ, আব্দুল মতিন ও আইনুল হক। ফলের বাগানে রয়েছে অন্তত ১০ জাতের আম, ড্রাগনসহ নানা ধরনের দেশি-বিদেশি ফল। সঙ্গে রয়েছে দার্জিলিং ও
৩ মিনিট আগেগত ৫ আগস্ট সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার উপজেলার চন্ডিপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেগুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানেরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এই দাবি জানান তারা।
১৮ মিনিট আগেকুড়িগ্রামের চিলমারী-রৌমারী রুটে আগামীকাল বুধবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে