বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান এলাকা থেকে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম বুলবুল হাসান (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় তিরাইল পূর্বপাড়া গ্রামের আবু হানিফের ছেলে রাজদুল হোসেনের (৩৬) হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে বুলবুল হাসানসহ চারজন। রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে। রাতে কলাবাগান এলাকায় রাস্তায় পেরেক দিয়ে গাড়ি বিকল করে আবারও ডাকাতি শুরু করে তারা। পুলিশ বুঝতে পেরে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও রাস্তায় ফেলা লোহার পেরেক উদ্ধার করা হয়।
রাজদুল হোসেন বলেন, ‘আমি পুকুরে মাছের চাষ করি। সেখান থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। সুতিরপার এলাকায় পৌঁছালে চারজন লাঠি নিয়ে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। তাঁরা লুঙ্গি দিয়ে আমার পা ও গায়ের জামা দিয়ে হাত বেঁধে পাশের কলাগাছের সঙ্গে আটকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তেলের পাম্পে থাকা লোকজনকে বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে আটক এবং বাকিদের আটকে কাজ করছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান এলাকা থেকে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম বুলবুল হাসান (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় তিরাইল পূর্বপাড়া গ্রামের আবু হানিফের ছেলে রাজদুল হোসেনের (৩৬) হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে বুলবুল হাসানসহ চারজন। রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে। রাতে কলাবাগান এলাকায় রাস্তায় পেরেক দিয়ে গাড়ি বিকল করে আবারও ডাকাতি শুরু করে তারা। পুলিশ বুঝতে পেরে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও রাস্তায় ফেলা লোহার পেরেক উদ্ধার করা হয়।
রাজদুল হোসেন বলেন, ‘আমি পুকুরে মাছের চাষ করি। সেখান থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। সুতিরপার এলাকায় পৌঁছালে চারজন লাঠি নিয়ে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। তাঁরা লুঙ্গি দিয়ে আমার পা ও গায়ের জামা দিয়ে হাত বেঁধে পাশের কলাগাছের সঙ্গে আটকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তেলের পাম্পে থাকা লোকজনকে বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে আটক এবং বাকিদের আটকে কাজ করছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৬ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াকে (৫০) ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন স্বদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে