কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার প্রায় দুই বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। অধিকাংশ সময় বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকে। এ কারণে টয়লেট ব্যবহারসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
গতকাল রোববার ও আজ সোমবার সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির ওই বিশ্রামাগার তালাবদ্ধ রয়েছে। এ কারণে টিকিট কাটার পর স্টেশনের আশপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এ ছাড়া আশপাশে টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।
স্ত্রী সন্তানদের নিয়ে সৈয়দ আলী আহসান ঢাকাগামী একটি ট্রেনের জন্য জামতৈল রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার পথে বিশ্রামাগারটি কোনো দিন খোলা পেলাম না।’
জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন এক নারী। তিনি বলেন, ‘অনেকক্ষণ হলো ট্রেনের জন্য অপেক্ষা করছি। বিশ্রামাগার না থাকায় বাইরেই দাঁড়িয়ে আছি। ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু আশপাশে ওয়াশরুম না থাকায় একটু বিপাকে পড়েছি।’
রাজশাহীগামী যাত্রী আফজাল জানান, জামতৈল স্টেশনের বিশ্রামাগার তালাবদ্ধ থাকায় তিনি ওয়াশরুম ব্যবহার করতে পারেননি। আশপাশে খোঁজ নিয়েও ওয়াশরুম ব্যবহার করা যায়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, ২০২০ সাল থেকেই জামতৈল স্টেশনের বিশ্রামাগারটি ব্যবহার অনুপযোগী। এ কারণে অধিকাংশ সময় তালাবদ্ধ করে রাখেন তাঁরা। এটি দ্রুত ঠিক করে দেওয়ার জন্য রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি আমরা অবগত। দ্রুত এটি ব্যবহারের উপযোগী করা দেওয়া হবে।’
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার প্রায় দুই বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। অধিকাংশ সময় বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকে। এ কারণে টয়লেট ব্যবহারসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
গতকাল রোববার ও আজ সোমবার সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির ওই বিশ্রামাগার তালাবদ্ধ রয়েছে। এ কারণে টিকিট কাটার পর স্টেশনের আশপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এ ছাড়া আশপাশে টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।
স্ত্রী সন্তানদের নিয়ে সৈয়দ আলী আহসান ঢাকাগামী একটি ট্রেনের জন্য জামতৈল রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার পথে বিশ্রামাগারটি কোনো দিন খোলা পেলাম না।’
জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন এক নারী। তিনি বলেন, ‘অনেকক্ষণ হলো ট্রেনের জন্য অপেক্ষা করছি। বিশ্রামাগার না থাকায় বাইরেই দাঁড়িয়ে আছি। ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু আশপাশে ওয়াশরুম না থাকায় একটু বিপাকে পড়েছি।’
রাজশাহীগামী যাত্রী আফজাল জানান, জামতৈল স্টেশনের বিশ্রামাগার তালাবদ্ধ থাকায় তিনি ওয়াশরুম ব্যবহার করতে পারেননি। আশপাশে খোঁজ নিয়েও ওয়াশরুম ব্যবহার করা যায়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, ২০২০ সাল থেকেই জামতৈল স্টেশনের বিশ্রামাগারটি ব্যবহার অনুপযোগী। এ কারণে অধিকাংশ সময় তালাবদ্ধ করে রাখেন তাঁরা। এটি দ্রুত ঠিক করে দেওয়ার জন্য রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি আমরা অবগত। দ্রুত এটি ব্যবহারের উপযোগী করা দেওয়া হবে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
৪ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
১৭ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগে