ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে মালবাহী ও তেলের খালি ওয়াগন বহন করা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনের কাছে রেলগেটে লেভেল ক্রসিং গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে ঢাকাসহ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল ৬টা ১০ মিনিটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুটির ট্রেনেরই ওয়াগন, চাকা, মালবাহী ট্রেনের ইঞ্জিন ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিভাগীয় রেলওয়ের সংশ্লিষ্ট সব দপ্তর রাত থেকেই ঘটনাস্থলে রয়েছে। সকাল ৬টা ১০ মিনিট থেকে আপলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রথমে গেছে ঢাকা থেকে খুলনামুখী চিত্রা এক্সপ্রেস। এদিকে সকাল থেকে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে।
পাকশী রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তেলের খালি ওয়াগন বহন করা খুলনাগামী একটি ট্রেন রওনা দেয়। ঈশ্বরদী শহরের রেলগেট নামক এলাকায় লেভেল ক্রসিং গেট অতিক্রমের সময় পাকশীর দিক আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। বিকট শব্দে রেলগেটের দুপাশের মানুষ ও দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনায় মালবাহী ট্রেনের ২টি ওয়াগনের ৮টি চাকা এবং লোকোমোটিভের (ইঞ্জিন) সবগুলো চাকা লাইনচ্যুত হয়। একই সঙ্গে শহরের লেভেল ক্রসিং গেটে ট্রেন আটক পড়ায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈশ্বরদী-খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী দুটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলসহ সংশ্লিষ্ট বিভাগীয় রেল কর্মকর্তা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন ঈশ্বরদী রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার মাহাবুবা শাহিনুর, ট্রেনের লোকোমাস্টার (চালক) কে এম হামিদুল্লাহ ও সহকারী লোকোমাস্টার জুনায়েদ হোসেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী সমন্বয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে মালবাহী ও তেলের খালি ওয়াগন বহন করা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনের কাছে রেলগেটে লেভেল ক্রসিং গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে ঢাকাসহ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল ৬টা ১০ মিনিটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুটির ট্রেনেরই ওয়াগন, চাকা, মালবাহী ট্রেনের ইঞ্জিন ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিভাগীয় রেলওয়ের সংশ্লিষ্ট সব দপ্তর রাত থেকেই ঘটনাস্থলে রয়েছে। সকাল ৬টা ১০ মিনিট থেকে আপলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রথমে গেছে ঢাকা থেকে খুলনামুখী চিত্রা এক্সপ্রেস। এদিকে সকাল থেকে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে।
পাকশী রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তেলের খালি ওয়াগন বহন করা খুলনাগামী একটি ট্রেন রওনা দেয়। ঈশ্বরদী শহরের রেলগেট নামক এলাকায় লেভেল ক্রসিং গেট অতিক্রমের সময় পাকশীর দিক আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। বিকট শব্দে রেলগেটের দুপাশের মানুষ ও দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনায় মালবাহী ট্রেনের ২টি ওয়াগনের ৮টি চাকা এবং লোকোমোটিভের (ইঞ্জিন) সবগুলো চাকা লাইনচ্যুত হয়। একই সঙ্গে শহরের লেভেল ক্রসিং গেটে ট্রেন আটক পড়ায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈশ্বরদী-খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী দুটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলসহ সংশ্লিষ্ট বিভাগীয় রেল কর্মকর্তা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন ঈশ্বরদী রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার মাহাবুবা শাহিনুর, ট্রেনের লোকোমাস্টার (চালক) কে এম হামিদুল্লাহ ও সহকারী লোকোমাস্টার জুনায়েদ হোসেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী সমন্বয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে