রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঘুরতে আসা এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনায় জড়িত অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড় থেকে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রুয়েট ছাত্রলীগের সহসম্পাদক শাহ আলম রাতুল (২৪), নূর মোহাম্মদ নাবিল (২৩) ও কামরান সিদ্দিক রাশেদ (২৩)। তিনজনই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও শহীদ শহিদুল ইসলাম হলের শিক্ষার্থী।
অন্যদিকে ভুক্তভোগী নাজমুল হাসান রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফরিদপুরে।
মামলায় জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে নাজমুল তাঁর বান্ধবীকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন রাতুল, নাবিল ও রাশেদ। তাঁরা নাজমুলের কাছে পরিচয় জানতে চান। নাজমুল ক্যাম্পাসে ঘুরতে এসেছে জানালে, ওই তিনজন নাজমুলের বান্ধবীকে চলে যেতে বলে। তাঁর বান্ধবী ভয়ে তাৎক্ষণিক ক্যাম্পাস ত্যাগ করেন।
মামলায় আরও জানা গেছে, ওই তিনজন নাজমুলকে মোটরসাইকেলে তুলে রুয়েটে নিয়ে যান। সেখানে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু নাজমুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে অজ্ঞাত আরও দুই ব্যক্তি তাঁদের সঙ্গে যুক্ত হয়। তাঁরা হুমকি দিলে একপর্যায়ে নাজমুল বাধ্য হয়ে তাঁর কয়েকজন বন্ধুকে টাকার জন্য ফোন করেন। সময় পার হওয়ার পরও টাকা না পাঠানোয় নাজমুলকে পাইপ দিয়ে মারধর করে অভিযুক্তরা।
নাজমুল বাধ্য হয়ে তাঁর বাবাকে কল করেন। এ সময় অভিযুক্তরা তাঁর বাবার সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। এই মধ্যে তার বন্ধুরা অপহরণে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলকে উদ্ধার করে এবং রাতুল, নাবিল ও রাশেদকে আটক করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মতিহার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আমরা তিনজনকে আটক করি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা দায়ের করলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জানতে চাইলে রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের ঘটনায় আমাদের ছাত্রলীগের এক নেতা জড়িত। ইতিমধ্যে তাঁকে সংগঠনকে থেকে অব্যাহতি দিয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছি ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য।’
এ বিষয়ে রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসাইন বলেন, ‘বিষয়টি ছাত্রকল্যাণ পরিচালকের কাছ থেকে মৌখিকভাবে জেনেছি। তাঁর কাছ থেকে লিখিতভাবে নিয়ে শৃঙ্খলা কমিটিতে বিষয়টি আলোচনা করব। সেখানে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঘুরতে আসা এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনায় জড়িত অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড় থেকে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রুয়েট ছাত্রলীগের সহসম্পাদক শাহ আলম রাতুল (২৪), নূর মোহাম্মদ নাবিল (২৩) ও কামরান সিদ্দিক রাশেদ (২৩)। তিনজনই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও শহীদ শহিদুল ইসলাম হলের শিক্ষার্থী।
অন্যদিকে ভুক্তভোগী নাজমুল হাসান রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফরিদপুরে।
মামলায় জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে নাজমুল তাঁর বান্ধবীকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন রাতুল, নাবিল ও রাশেদ। তাঁরা নাজমুলের কাছে পরিচয় জানতে চান। নাজমুল ক্যাম্পাসে ঘুরতে এসেছে জানালে, ওই তিনজন নাজমুলের বান্ধবীকে চলে যেতে বলে। তাঁর বান্ধবী ভয়ে তাৎক্ষণিক ক্যাম্পাস ত্যাগ করেন।
মামলায় আরও জানা গেছে, ওই তিনজন নাজমুলকে মোটরসাইকেলে তুলে রুয়েটে নিয়ে যান। সেখানে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু নাজমুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে অজ্ঞাত আরও দুই ব্যক্তি তাঁদের সঙ্গে যুক্ত হয়। তাঁরা হুমকি দিলে একপর্যায়ে নাজমুল বাধ্য হয়ে তাঁর কয়েকজন বন্ধুকে টাকার জন্য ফোন করেন। সময় পার হওয়ার পরও টাকা না পাঠানোয় নাজমুলকে পাইপ দিয়ে মারধর করে অভিযুক্তরা।
নাজমুল বাধ্য হয়ে তাঁর বাবাকে কল করেন। এ সময় অভিযুক্তরা তাঁর বাবার সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। এই মধ্যে তার বন্ধুরা অপহরণে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলকে উদ্ধার করে এবং রাতুল, নাবিল ও রাশেদকে আটক করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মতিহার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আমরা তিনজনকে আটক করি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা দায়ের করলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জানতে চাইলে রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের ঘটনায় আমাদের ছাত্রলীগের এক নেতা জড়িত। ইতিমধ্যে তাঁকে সংগঠনকে থেকে অব্যাহতি দিয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছি ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য।’
এ বিষয়ে রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসাইন বলেন, ‘বিষয়টি ছাত্রকল্যাণ পরিচালকের কাছ থেকে মৌখিকভাবে জেনেছি। তাঁর কাছ থেকে লিখিতভাবে নিয়ে শৃঙ্খলা কমিটিতে বিষয়টি আলোচনা করব। সেখানে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
দিনাজপুরের খানসামা উপজেলার জিয়া সেতুতে ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে অবরোধ করা হয়।
৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
২৪ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।
৩৯ মিনিট আগেসংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির..
৪০ মিনিট আগে