চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
দুই বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। সম্মেলন না হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
জানা যায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর চারঘাট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং হাফিজুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হলে তারা তা করেনি।
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কিছুদিন পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। একইভাবে ওই সম্মেলনেও আব্দুল ওহাবকে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকেও তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়, কিন্তু তারাও সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়।
তা ছাড়া উপজেলা শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের কোনো কমিটি না থাকায় তাদের কার্যক্রম নেই। দীর্ঘদিন পর গত মাসে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবদলের একটি পক্ষ এই কমিটিকে পকেট কমিটি দাবি করে সংবাদ সম্মেলন করেছে। এ অবস্থায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নেই বললেই চলে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিলে নিজেদের মধ্যে গোলযোগ হতে পারে। এই আশঙ্কায় আহ্বায়ক কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেননি। ফলে পদ পেতে ইচ্ছুক নেতারা হতাশ হয়ে পড়েছেন। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, ‘করোনার কারণে কমিটি গঠন কার্যক্রম পিছিয়ে পড়েছে। ইউনিয়ন কমিটি ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য কমিটি গঠনের কাজ চলছে। আশা করি খুব দ্রুত একটি সফল সম্মেলন করা সম্ভব হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘কমিটি গঠনের কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যেই কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
দুই বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। সম্মেলন না হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
জানা যায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর চারঘাট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং হাফিজুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হলে তারা তা করেনি।
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কিছুদিন পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। একইভাবে ওই সম্মেলনেও আব্দুল ওহাবকে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকেও তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়, কিন্তু তারাও সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়।
তা ছাড়া উপজেলা শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের কোনো কমিটি না থাকায় তাদের কার্যক্রম নেই। দীর্ঘদিন পর গত মাসে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবদলের একটি পক্ষ এই কমিটিকে পকেট কমিটি দাবি করে সংবাদ সম্মেলন করেছে। এ অবস্থায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নেই বললেই চলে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিলে নিজেদের মধ্যে গোলযোগ হতে পারে। এই আশঙ্কায় আহ্বায়ক কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেননি। ফলে পদ পেতে ইচ্ছুক নেতারা হতাশ হয়ে পড়েছেন। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, ‘করোনার কারণে কমিটি গঠন কার্যক্রম পিছিয়ে পড়েছে। ইউনিয়ন কমিটি ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য কমিটি গঠনের কাজ চলছে। আশা করি খুব দ্রুত একটি সফল সম্মেলন করা সম্ভব হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘কমিটি গঠনের কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যেই কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৭ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৮ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৮ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৯ ঘণ্টা আগে