বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে তুলে নিয়ে নুরুল ইসলাম ফটিক নামের এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানায় ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জনের নামে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার সিমলা বাজারে ব্যাটারির ব্যবসা করছেন নুরুল ইসলাম ফটিক। গত রোববার (১ জানুয়ারি) দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নুরুল ইসলামকে জোর করে তুলে নিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁকে উপজেলার কচুগাড়ী গ্রামে নিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীবের নিউ সেভেন স্টার ক্লাবে আটকে রাখেন। রাজীব ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক। সেখান থেকে মোবাইল ফোনে ডাকা হয় নুরুল ইসলামের স্ত্রীকেও।
একপর্যায়ে নুরুল ইসলামের পেটে পিস্তল ও চাকু ধরে ব্যাংকের চেকের দুটি পাতা, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব। এ সময় নুরুল ইসলামের স্ত্রীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্লীলতাহানি করেন। পরদিন সোমবার চেক ব্যবহার করে ব্যাংক থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা তুলে নেওয়ার ম্যাসেজ পান নুরুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ রাজীব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না।
তবুও আমাকে অভিযুক্ত করা হচ্ছে। ক্লাবের কয়েকজন ছোট ভাই কী করেছেন, সেটাও জানি না। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে।’
এ নিয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’
বগুড়ার নন্দীগ্রামে তুলে নিয়ে নুরুল ইসলাম ফটিক নামের এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানায় ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জনের নামে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার সিমলা বাজারে ব্যাটারির ব্যবসা করছেন নুরুল ইসলাম ফটিক। গত রোববার (১ জানুয়ারি) দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নুরুল ইসলামকে জোর করে তুলে নিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁকে উপজেলার কচুগাড়ী গ্রামে নিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীবের নিউ সেভেন স্টার ক্লাবে আটকে রাখেন। রাজীব ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক। সেখান থেকে মোবাইল ফোনে ডাকা হয় নুরুল ইসলামের স্ত্রীকেও।
একপর্যায়ে নুরুল ইসলামের পেটে পিস্তল ও চাকু ধরে ব্যাংকের চেকের দুটি পাতা, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব। এ সময় নুরুল ইসলামের স্ত্রীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্লীলতাহানি করেন। পরদিন সোমবার চেক ব্যবহার করে ব্যাংক থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা তুলে নেওয়ার ম্যাসেজ পান নুরুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ রাজীব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না।
তবুও আমাকে অভিযুক্ত করা হচ্ছে। ক্লাবের কয়েকজন ছোট ভাই কী করেছেন, সেটাও জানি না। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে।’
এ নিয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’
কেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৯ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১০ ঘণ্টা আগে