চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাঁরা আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন।
এর আগে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাইবাছাইয়ের পর ২৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউপিতে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী বুলবুল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
নিমপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী ও জেলা যুবলীগের নেতা কামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
শলুয়া ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নয়ন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ইউসুফপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব করিম জুয়েল তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া বাকি দুই ইউনিয়ন সরদহ ও চারঘাট সদরে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
এদিকে ছয় ইউপিতে সাধারণ সদস্য পদে ২৩৬ জনের মনোনয়ন বৈধতা পেলেও শেষ দিনে ১৪ জন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে আবু বক্কর সিদ্দীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে ভোট গ্রহণ হবে ২৬ ডিসেম্বর।
রাজশাহীর চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাঁরা আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন।
এর আগে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাইবাছাইয়ের পর ২৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউপিতে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী বুলবুল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
নিমপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী ও জেলা যুবলীগের নেতা কামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
শলুয়া ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নয়ন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ইউসুফপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব করিম জুয়েল তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া বাকি দুই ইউনিয়ন সরদহ ও চারঘাট সদরে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
এদিকে ছয় ইউপিতে সাধারণ সদস্য পদে ২৩৬ জনের মনোনয়ন বৈধতা পেলেও শেষ দিনে ১৪ জন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে আবু বক্কর সিদ্দীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে ভোট গ্রহণ হবে ২৬ ডিসেম্বর।
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
২০ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩৮ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে