অনলাইন ডেস্ক
ঢাকা : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ পর্যন্ত মোট ১৮৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। তাঁদের পাঁচজনের বাড়ি রাজশাহী এবং পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। গত ১৯ দিনের মৃত্যুর পরিসংখ্যানের প্রবণতা বলছে, বিভাগে শিগগির কোভিডে মৃত্যু হ্রাসের সম্ভাবনা কম। কয়েকটি জেলায় নতুন করে সংক্রমণ বাড়তেও দেখা যাচ্ছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজনের করোনা পজিটিভ ছিল। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত অন্য পাঁচজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের চারজনের করোনার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষার আগেই তাঁরা মারা গেছেন। আর একজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও শ্বাসকষ্ট ছিল।
মৃত ১০ জনের মধ্যে দুজন নারী এবং আটজন পুরুষ। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন পুরুষ এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও দুজন নারী মারা গেছেন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯। শনিবার সকালে সর্বোচ্চ ৩৬৫ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ শয্যার সবগুলোতেই রোগী ছিলেন শনিবার সকালে। অন্য রোগীরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন। বর্তমানে রাজশাহীর ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭ জন, নাটোরের ২৫ জন, নওগাঁর ২৪ জন, পাবনার ৬ জন, কুষ্টিয়ার ৪ জন, চুয়াডাঙ্গার ২ জন এবং অন্য এলাকার আরও ১ জন ভর্তি আছেন করোনা ইউনিটে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৬০ জন আছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে।
রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৮৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১,২ ও ৭ জুন ৭ জন; ৩ জুন ৯ জন; ৪ জুন ১৬ জন; ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন; ৬ জুন ৬ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ ও ১৬ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন এবং ১৭ জুন ১০ জন মারা গেছেন। সর্বশেষ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হলো।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার রাজশাহীর আট জেলায় ৮১৮ জন কোভিড রোগী শনাক্ত হন। এর মধ্যে সর্বোচ্চ ৩৫৯ জন শনাক্ত হন রাজশাহীতে। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ জন জয়পুরহাটে। পাবনায় শনাক্তের সংখ্যা ৭৬। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের সংখ্যা ৭৫। নাটোরে ৬৫, বগুড়ায় ৬১, নওগাঁয় ৫৮ ও সিরাজগঞ্জে ৩৩ জন শনাক্ত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী ও খুলনা বিভাগের অন্তত ১০ জেলার রোগীরা চিকিৎসার জন্য আসছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে। হাসপাতালটিতে এখন করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। তাই রোগীদের ভর্তি হতেও বেগ পেতে হচ্ছে। তার পরও জীবন বাঁচানোর আশায় স্বজনেরা রোগী নিয়ে হাসপাতালে আসছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, যেভাবে রোগী আসছে, তাতে মনে হচ্ছে রাজশাহী অঞ্চলে করোনার ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। এই মুহূর্তে পরীক্ষা বাড়াতে হবে। আক্রান্তদের আলাদা করতে হবে। সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে আনতে হলে শহরের বাইরে যেখানে বেশি শনাক্ত হচ্ছে সেসব এলাকাকে দ্রুত লকডাউনের আওতায় আনতে হবে বলেও পরামর্শ দেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এদিকে জনস্বাস্থ্যবিদ ডা. চিন্ময় কুমার দাস বলছেন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ার পর গড় শনাক্তের হার কমেছে। কিন্তু এটা প্রকৃত চিত্র নয়। করোনার চিত্র বোঝার জন্য আরটিপিসিআর ল্যাবকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। সেখানে সংক্রমণের হার দেখা যাচ্ছে ৪০ শতাংশের কাছাকাছি। তাঁর মতে, এখন আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশন করা জরুরি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগের সব জেলাতেই সংক্রমণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমতে শুরু করলেও রাজশাহীতে কমেনি।
ঢাকা : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ পর্যন্ত মোট ১৮৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। তাঁদের পাঁচজনের বাড়ি রাজশাহী এবং পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। গত ১৯ দিনের মৃত্যুর পরিসংখ্যানের প্রবণতা বলছে, বিভাগে শিগগির কোভিডে মৃত্যু হ্রাসের সম্ভাবনা কম। কয়েকটি জেলায় নতুন করে সংক্রমণ বাড়তেও দেখা যাচ্ছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজনের করোনা পজিটিভ ছিল। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত অন্য পাঁচজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের চারজনের করোনার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষার আগেই তাঁরা মারা গেছেন। আর একজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও শ্বাসকষ্ট ছিল।
মৃত ১০ জনের মধ্যে দুজন নারী এবং আটজন পুরুষ। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন পুরুষ এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও দুজন নারী মারা গেছেন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯। শনিবার সকালে সর্বোচ্চ ৩৬৫ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ শয্যার সবগুলোতেই রোগী ছিলেন শনিবার সকালে। অন্য রোগীরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন। বর্তমানে রাজশাহীর ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭ জন, নাটোরের ২৫ জন, নওগাঁর ২৪ জন, পাবনার ৬ জন, কুষ্টিয়ার ৪ জন, চুয়াডাঙ্গার ২ জন এবং অন্য এলাকার আরও ১ জন ভর্তি আছেন করোনা ইউনিটে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৬০ জন আছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে।
রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৮৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১,২ ও ৭ জুন ৭ জন; ৩ জুন ৯ জন; ৪ জুন ১৬ জন; ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন; ৬ জুন ৬ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ ও ১৬ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন এবং ১৭ জুন ১০ জন মারা গেছেন। সর্বশেষ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হলো।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার রাজশাহীর আট জেলায় ৮১৮ জন কোভিড রোগী শনাক্ত হন। এর মধ্যে সর্বোচ্চ ৩৫৯ জন শনাক্ত হন রাজশাহীতে। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ জন জয়পুরহাটে। পাবনায় শনাক্তের সংখ্যা ৭৬। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের সংখ্যা ৭৫। নাটোরে ৬৫, বগুড়ায় ৬১, নওগাঁয় ৫৮ ও সিরাজগঞ্জে ৩৩ জন শনাক্ত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী ও খুলনা বিভাগের অন্তত ১০ জেলার রোগীরা চিকিৎসার জন্য আসছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে। হাসপাতালটিতে এখন করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। তাই রোগীদের ভর্তি হতেও বেগ পেতে হচ্ছে। তার পরও জীবন বাঁচানোর আশায় স্বজনেরা রোগী নিয়ে হাসপাতালে আসছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, যেভাবে রোগী আসছে, তাতে মনে হচ্ছে রাজশাহী অঞ্চলে করোনার ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। এই মুহূর্তে পরীক্ষা বাড়াতে হবে। আক্রান্তদের আলাদা করতে হবে। সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে আনতে হলে শহরের বাইরে যেখানে বেশি শনাক্ত হচ্ছে সেসব এলাকাকে দ্রুত লকডাউনের আওতায় আনতে হবে বলেও পরামর্শ দেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এদিকে জনস্বাস্থ্যবিদ ডা. চিন্ময় কুমার দাস বলছেন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ার পর গড় শনাক্তের হার কমেছে। কিন্তু এটা প্রকৃত চিত্র নয়। করোনার চিত্র বোঝার জন্য আরটিপিসিআর ল্যাবকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। সেখানে সংক্রমণের হার দেখা যাচ্ছে ৪০ শতাংশের কাছাকাছি। তাঁর মতে, এখন আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশন করা জরুরি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগের সব জেলাতেই সংক্রমণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমতে শুরু করলেও রাজশাহীতে কমেনি।
টাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া এই নেতার নাম সাইমন রেজা। তিনি নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য ছিলেন।
২ মিনিট আগেদুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন।
১২ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল।
১৯ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৪২ মিনিট আগে