প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই খলিল উদ্দীন ও তাঁর ছেলেদের হামলায় ছোট ভাই মতিউর রহমান খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইনসান আলী ও বড় ভাই খলিল উদ্দীন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিল মোল্লার দুই ছেলে মতিউর রহমান (৬২) এবং তার বড়ভাই খলিল উদ্দীন (৬৫) মধ্যে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে মামলাও প্রক্রিয়াধীন আছে। জমির এই বিবাদের জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে দুই ভাই তাঁদের ছেলেদের নিয়ে জমিতে আসে। উভয়ের মধ্যে প্রথমে তর্কবিতর্ক পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ছোট ভাই মতিউর রহমান এবং তাঁর একমাত্র ছেলে ইনসান আলীকে বড় ভাই খলিল ও তাঁর পাঁচ ছেলে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন মতিউর ও তাঁর ছেলে ইনসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, খলিল উদ্দীন ও মতিউর রহমান দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিস করেও কোনো সমাধান হয়নি। আদালতেও মামলা চলমান আছে। এরপরও শুক্রবার সকালে দুই ভাই নতুন করে সংঘর্ষে জড়িয়ে মতিউর রহমান মারা গেছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে হাসুয়ার আঘাতে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই খলিল উদ্দীন ও তাঁর ছেলেদের হামলায় ছোট ভাই মতিউর রহমান খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইনসান আলী ও বড় ভাই খলিল উদ্দীন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিল মোল্লার দুই ছেলে মতিউর রহমান (৬২) এবং তার বড়ভাই খলিল উদ্দীন (৬৫) মধ্যে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে মামলাও প্রক্রিয়াধীন আছে। জমির এই বিবাদের জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে দুই ভাই তাঁদের ছেলেদের নিয়ে জমিতে আসে। উভয়ের মধ্যে প্রথমে তর্কবিতর্ক পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ছোট ভাই মতিউর রহমান এবং তাঁর একমাত্র ছেলে ইনসান আলীকে বড় ভাই খলিল ও তাঁর পাঁচ ছেলে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন মতিউর ও তাঁর ছেলে ইনসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, খলিল উদ্দীন ও মতিউর রহমান দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিস করেও কোনো সমাধান হয়নি। আদালতেও মামলা চলমান আছে। এরপরও শুক্রবার সকালে দুই ভাই নতুন করে সংঘর্ষে জড়িয়ে মতিউর রহমান মারা গেছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে হাসুয়ার আঘাতে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
২ মিনিট আগেআওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দাবি করে ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মুক্ত করার এবং বিএনপির মেম্বারদের দিয়ে পরিচালনা করার দাবি জানিয়েছেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা।
৪ মিনিট আগেঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
২০ মিনিট আগেআজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে