বগুড়া প্রতিনিধি
রংপুরে বিএনপির সম্মেলনের এক দিন আগে পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর পরিবহন মালিক সমিতি। আজ শুক্রবার ভোর ৬টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিবহন ধর্মঘট চলবে। এরই জেরে আজ সকাল ৬টা থেকে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি। এতে রংপুর বিভাগের আট জেলায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বগুড়া থেকে প্রতিদিন দেড় শতাধিক বাস রংপুর বিভাগের আট জেলায় যাতায়াত করে। রংপুর মালিক সমিতিরও দেড় শতাধিক বাস বগুড়া পর্যন্ত যাতায়াত করে। এ ছাড়া বগুড়ার ওপর দিয়ে রংপুর বিভাগের আরও চার শতাধিক বাস প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। কিন্তু রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের কারণে সব বাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
সরেজমিনে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় টার্মিনালে গিয়ে দেখা গেছে, বগুড়া থেকে রংপুর, দিনাজপুরসহ বিভাগের আট জেলায় চলাচলকারী বাসগুলো বন্ধ রয়েছে। রংপুর ও দিনাজপুরের দিক থেকেও কোনো বাস বগুড়ায় ঢুকছে না। রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ থেকে রংপুর ও সৈয়দপুরগামী বাসগুলো বগুড়ায় এসে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। ফলে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছে।
শাহাব উদ্দিন নামের এক যাত্রী স্ত্রী-সন্তান নিয়ে রাজশাহী থেকে রংপুরগামী একটি বাসে ওঠেন। তিনি জানান, তাঁরা গাইবান্ধার পলাশবাড়ী যাবেন। কিন্তু বাসটি বগুড়ার চারমাথায় পৌঁছে সব যাত্রী নামিয়ে দিয়েছে। তাই স্ত্রী-সন্তান নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় পলাশবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, রংপুর বিভাগে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে আজ সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া থেকে রংপুর বিভাগের আট জেলায় বাস চলাচল বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মালিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বলেন, বাস চলাচল বন্ধের কারণে চারমাথা এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হয়, পুলিশ সেই বিষয়টি দেখবে।
রংপুরে বিএনপির সম্মেলনের এক দিন আগে পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর পরিবহন মালিক সমিতি। আজ শুক্রবার ভোর ৬টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিবহন ধর্মঘট চলবে। এরই জেরে আজ সকাল ৬টা থেকে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি। এতে রংপুর বিভাগের আট জেলায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বগুড়া থেকে প্রতিদিন দেড় শতাধিক বাস রংপুর বিভাগের আট জেলায় যাতায়াত করে। রংপুর মালিক সমিতিরও দেড় শতাধিক বাস বগুড়া পর্যন্ত যাতায়াত করে। এ ছাড়া বগুড়ার ওপর দিয়ে রংপুর বিভাগের আরও চার শতাধিক বাস প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। কিন্তু রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের কারণে সব বাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
সরেজমিনে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় টার্মিনালে গিয়ে দেখা গেছে, বগুড়া থেকে রংপুর, দিনাজপুরসহ বিভাগের আট জেলায় চলাচলকারী বাসগুলো বন্ধ রয়েছে। রংপুর ও দিনাজপুরের দিক থেকেও কোনো বাস বগুড়ায় ঢুকছে না। রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ থেকে রংপুর ও সৈয়দপুরগামী বাসগুলো বগুড়ায় এসে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। ফলে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছে।
শাহাব উদ্দিন নামের এক যাত্রী স্ত্রী-সন্তান নিয়ে রাজশাহী থেকে রংপুরগামী একটি বাসে ওঠেন। তিনি জানান, তাঁরা গাইবান্ধার পলাশবাড়ী যাবেন। কিন্তু বাসটি বগুড়ার চারমাথায় পৌঁছে সব যাত্রী নামিয়ে দিয়েছে। তাই স্ত্রী-সন্তান নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় পলাশবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, রংপুর বিভাগে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে আজ সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া থেকে রংপুর বিভাগের আট জেলায় বাস চলাচল বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মালিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বলেন, বাস চলাচল বন্ধের কারণে চারমাথা এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হয়, পুলিশ সেই বিষয়টি দেখবে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
১ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
২ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২ ঘণ্টা আগে