ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হাফিজার রহমান (৭২) উপজেলার ছোটচাপড়া গ্রামের জমসের আলী ছেলে।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাফিজার রহমানের সঙ্গে পার্শ্ববর্তী হটিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে শাহিনূর রহমানে ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় ১৯ বছর ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি আদালতের রায়ে ওই জমির মালিকানা হাফিজার রহমান পেয়েছেন। এ অবস্থায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষ শাহীনূর রহমান তাঁর লোকজন নিয়ে ওই জমি দখলে নিতে যান। খবর পেয়ে হাফিজার রহমান ও জমির বর্গাদার চান মিয়া তাঁদের বাধা দেন। এ সময় প্রতিপক্ষের মারধরে হাফিজার রহমান ও চান মিয়া আহত হন।
স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে হাফিজার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। আহত চান মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে শাহিনুর রহমান ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নিহত হাফিজার রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার অভিযোগে মামলাটি নথিভুক্তের প্রস্তুতি চলছে।
বগুড়ার ধুনট উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হাফিজার রহমান (৭২) উপজেলার ছোটচাপড়া গ্রামের জমসের আলী ছেলে।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাফিজার রহমানের সঙ্গে পার্শ্ববর্তী হটিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে শাহিনূর রহমানে ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় ১৯ বছর ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি আদালতের রায়ে ওই জমির মালিকানা হাফিজার রহমান পেয়েছেন। এ অবস্থায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষ শাহীনূর রহমান তাঁর লোকজন নিয়ে ওই জমি দখলে নিতে যান। খবর পেয়ে হাফিজার রহমান ও জমির বর্গাদার চান মিয়া তাঁদের বাধা দেন। এ সময় প্রতিপক্ষের মারধরে হাফিজার রহমান ও চান মিয়া আহত হন।
স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে হাফিজার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। আহত চান মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে শাহিনুর রহমান ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নিহত হাফিজার রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার অভিযোগে মামলাটি নথিভুক্তের প্রস্তুতি চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
১০ মিনিট আগেমায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
২১ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
৩৪ মিনিট আগে