বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরতলির সাবগ্রামে এক বাড়িতে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণের গয়না মুখোশ পরা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সাবগ্রাম হিন্দুপাড়ায় বাসুদেব সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাসুদেব সরকার, বগুড়ায় সানোয়ারা গ্রুপে হিসাব কর্মকর্তা পদে কর্মরত। তাঁর স্ত্রী কবরী রানী বগুড়া সদরের সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্কুলশিক্ষক কবরী রানী আজকের পত্রিকাকে বলেন, রাত ১১টার দিকে বাসার এক কক্ষে তাঁর দুই সন্তান ঘুমাচ্ছিল। স্বামী-স্ত্রী অন্য কক্ষে টেলিভিশন দেখছিলেন। এমন সময় মুখোশ পরা একজন দুর্বৃত্ত ছাদের সিঁড়ি ঘর দিয়ে ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্ত পিস্তল বের করে স্বামী-স্ত্রীকে জিম্মি করে। এরপর দুইটি মোবাইল ফোন, এক ভরি ওজনের স্বর্ণের গয়না, নগদ পাঁচ হাজার টাকা লুট করে নেয়।
কবরী রানী আরও বলেন, একজন বাসার ভেতরে ঢুকলেও ছাদে আরও ৩-৪ মুখোশ পরা দুর্বৃত্ত অবস্থান করছিল। অস্ত্রের মুখে বাসুদেব সরকারকে জিম্মি করে বাড়ির মূল ফটক দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন বের হয়ে ধাওয়া দিয়েও তাদের ধরতে পারেনি।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে হেরোইনসেবীরা এই কাজ করেছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বগুড়া শহরতলির সাবগ্রামে এক বাড়িতে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণের গয়না মুখোশ পরা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সাবগ্রাম হিন্দুপাড়ায় বাসুদেব সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাসুদেব সরকার, বগুড়ায় সানোয়ারা গ্রুপে হিসাব কর্মকর্তা পদে কর্মরত। তাঁর স্ত্রী কবরী রানী বগুড়া সদরের সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্কুলশিক্ষক কবরী রানী আজকের পত্রিকাকে বলেন, রাত ১১টার দিকে বাসার এক কক্ষে তাঁর দুই সন্তান ঘুমাচ্ছিল। স্বামী-স্ত্রী অন্য কক্ষে টেলিভিশন দেখছিলেন। এমন সময় মুখোশ পরা একজন দুর্বৃত্ত ছাদের সিঁড়ি ঘর দিয়ে ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্ত পিস্তল বের করে স্বামী-স্ত্রীকে জিম্মি করে। এরপর দুইটি মোবাইল ফোন, এক ভরি ওজনের স্বর্ণের গয়না, নগদ পাঁচ হাজার টাকা লুট করে নেয়।
কবরী রানী আরও বলেন, একজন বাসার ভেতরে ঢুকলেও ছাদে আরও ৩-৪ মুখোশ পরা দুর্বৃত্ত অবস্থান করছিল। অস্ত্রের মুখে বাসুদেব সরকারকে জিম্মি করে বাড়ির মূল ফটক দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন বের হয়ে ধাওয়া দিয়েও তাদের ধরতে পারেনি।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে হেরোইনসেবীরা এই কাজ করেছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
১৯ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
৪১ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
৪৩ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে