নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উচ্চ আদালত থেকে জামিনে আসা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান আসাদের মা ফিরোজা বেগম বাদী ৫৯ জনকে আসামি করেছেন।
অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু। পাল্টাপাল্টি এ মামলা দুটি গত ২৪ অক্টোবর থানায় দাখিল করা হলেও গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাতে এজাহারগুলো নথিভুক্ত করে নলডাঙ্গা থানা-পুলিশ।
নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। গত ২৩ অক্টোবর (রোববার) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ভাড়া বাসায় ফেরার পথে উপজেলা গেট এলাকার মোড়ে দুই পক্ষের মারামারি হয়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান আসাদসহ দুই পক্ষের কয়েকজন আহত হন।
এ ঘটনার পরদিন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলায় দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা তৌহিদুর রহমান লিটন প্রধান করে নিহত জামিউল আলীম জীবনের বাবা ফরহাদ হোসেন, জীবনের চাচা এসএম আলী ফকরুদ্দিন, উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তারসহ ৫৯ জনকে আসামি করে এজাহার দেন।
অন্যদিকে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে নলডাঙ্গা থানায় আরেকটি এজাহার দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, গত শনিবার রাতে দুটি মামলার এজাহার নথিভুক্ত করা হয়েছে। মামলা দুটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফেসবুক লাইভে অভিযোগ তুলে কথা বলায় গত ১৯ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে আহত করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। ঘটনার ৫ দিন পরে গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। জামিনে এসে গত ২৩ অক্টোবর দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ গেট এলাকার অধীরের মোড়ে নলডাঙ্গা-নাটোর সড়কে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উচ্চ আদালত থেকে জামিনে আসা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান আসাদের মা ফিরোজা বেগম বাদী ৫৯ জনকে আসামি করেছেন।
অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু। পাল্টাপাল্টি এ মামলা দুটি গত ২৪ অক্টোবর থানায় দাখিল করা হলেও গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাতে এজাহারগুলো নথিভুক্ত করে নলডাঙ্গা থানা-পুলিশ।
নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। গত ২৩ অক্টোবর (রোববার) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ভাড়া বাসায় ফেরার পথে উপজেলা গেট এলাকার মোড়ে দুই পক্ষের মারামারি হয়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান আসাদসহ দুই পক্ষের কয়েকজন আহত হন।
এ ঘটনার পরদিন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলায় দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা তৌহিদুর রহমান লিটন প্রধান করে নিহত জামিউল আলীম জীবনের বাবা ফরহাদ হোসেন, জীবনের চাচা এসএম আলী ফকরুদ্দিন, উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তারসহ ৫৯ জনকে আসামি করে এজাহার দেন।
অন্যদিকে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে নলডাঙ্গা থানায় আরেকটি এজাহার দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, গত শনিবার রাতে দুটি মামলার এজাহার নথিভুক্ত করা হয়েছে। মামলা দুটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফেসবুক লাইভে অভিযোগ তুলে কথা বলায় গত ১৯ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে আহত করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। ঘটনার ৫ দিন পরে গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। জামিনে এসে গত ২৩ অক্টোবর দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ গেট এলাকার অধীরের মোড়ে নলডাঙ্গা-নাটোর সড়কে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৩ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৪ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৫ ঘণ্টা আগে