উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি সংবলিত বঙ্গবন্ধু কর্নার পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে লাখো শহীদের রক্তে অর্জিত লাল-সবুজের বাংলাদেশকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখতে বর্তমান সরকার সারা দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) প্রকল্পের বরাদ্দ থেকে প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই এবং বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসংবলিত ইতিহাস প্যানা ফ্রেমে স্কুলের দেয়ালে লাগানোর নিয়ম রয়েছে। সেই নিয়ম-নীতির তোয়াক্কা না করেই উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৩৪ নম্বর সিমলা সোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত পরিত্যক্ত কক্ষের মেঝেতে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া শ্রেণিকক্ষের ভেতরে বিছানা স্থাপন করে বানানো হয়েছে শয়নকক্ষ।
এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ও সরেজমিন পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রস্তাব দেন।
বঙ্গবন্ধু কর্নার অবমাননার বিষয়টি দ্রুত গ্রামবাসীর মধ্যে জানাজানি হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম দুলাল সাংবাদিকদের বলেন, একজন প্রধান শিক্ষকের কাছে এমন বিষয় কখনো প্রত্যাশা করা যায় না। তাঁর এমন কাজে সত্যিই আমরা ব্যথিত।
বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য চাঁদ আলী সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রধান শিক্ষক যা করেছেন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি জানান, এ ধরনের জঘন্যতম অপরাধ যদি কেউ করে থাকে, তবে সেটা কোনো ভুল নয় বরং অন্যায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ তাঁকে ধিক্কার জানায়। ওই প্রধান শিক্ষকের অবশ্যই শাস্তি হওয়া উচিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, `বিষয়টি আমার জানা ছিল না, তবে এ ধরনের অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি সংবলিত বঙ্গবন্ধু কর্নার পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে লাখো শহীদের রক্তে অর্জিত লাল-সবুজের বাংলাদেশকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখতে বর্তমান সরকার সারা দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) প্রকল্পের বরাদ্দ থেকে প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই এবং বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসংবলিত ইতিহাস প্যানা ফ্রেমে স্কুলের দেয়ালে লাগানোর নিয়ম রয়েছে। সেই নিয়ম-নীতির তোয়াক্কা না করেই উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৩৪ নম্বর সিমলা সোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত পরিত্যক্ত কক্ষের মেঝেতে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া শ্রেণিকক্ষের ভেতরে বিছানা স্থাপন করে বানানো হয়েছে শয়নকক্ষ।
এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ও সরেজমিন পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রস্তাব দেন।
বঙ্গবন্ধু কর্নার অবমাননার বিষয়টি দ্রুত গ্রামবাসীর মধ্যে জানাজানি হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম দুলাল সাংবাদিকদের বলেন, একজন প্রধান শিক্ষকের কাছে এমন বিষয় কখনো প্রত্যাশা করা যায় না। তাঁর এমন কাজে সত্যিই আমরা ব্যথিত।
বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য চাঁদ আলী সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রধান শিক্ষক যা করেছেন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি জানান, এ ধরনের জঘন্যতম অপরাধ যদি কেউ করে থাকে, তবে সেটা কোনো ভুল নয় বরং অন্যায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ তাঁকে ধিক্কার জানায়। ওই প্রধান শিক্ষকের অবশ্যই শাস্তি হওয়া উচিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, `বিষয়টি আমার জানা ছিল না, তবে এ ধরনের অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
দুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল।
১৩ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৩৫ মিনিট আগেমাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে