জয়পুরহাট প্রতিনিধি
গত সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায়। এ নির্বাচনে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের ইউপি সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা একটি ভোটও পাননি। সে অর্থে ভোট গণনায় তাঁর নিজের ভোটটিও উধাও। উদ্ভূত এ পরিস্থিতিতে তিনি নিজের ভোটটি খুঁজে পেতে নির্বাচন অফিসে ঘুরছেন এবং পুনরায় ভোট গণনার দাবি তুলেছেন।
গত মেয়াদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রার্থী রবিউল ইসলাম রানা।
জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। তালা মার্কা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই বিজয়ী হওয়ার লক্ষ্যে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনিও প্রচার-প্রচারণা চালান। পোস্টার লাগানো হয় ওয়ার্ডের সর্বত্র। বিতরণ করা হয় লিফলেট। বাড়ি বাড়ি গিয়ে ভোটও প্রার্থনা করেন তিনি। ভোটের দিন কেন্দ্রে নিজের তালা প্রতীকের এজেন্টও ছিল। অথচ সোমবার দিন শেষে ভোট গণনায় দেখা যায়, তিনি একটি ভোটও পাননি। ফলাফল শিটে দেখা যায়, রবিউল ইসলাম রানার তালা প্রতীকে একটি ভোটও পড়েনি। এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থী, ভূপেন চন্দ্র মণ্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩ ভোট, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট এবং ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট।
রবিউল ইসলাম রানা বলেন, ‘আমি, আমার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ আমার আত্মীয়স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের ভোট কোথায় গেল? আমার কর্মী-সমর্থক ও এজেন্টদের ভোট কোথায় গেল? তাঁরা কেউই কি আমাকে ভোট দেননি? ভালো কথা! তাহলে আমার নিজের ভোটটি গেল কোথায়?’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারই বলতে পারবেন। তবে প্রার্থী চাইলে এ ব্যাপারে আদালতের আশ্রয় নিতে পারেন।’
গত সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায়। এ নির্বাচনে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের ইউপি সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা একটি ভোটও পাননি। সে অর্থে ভোট গণনায় তাঁর নিজের ভোটটিও উধাও। উদ্ভূত এ পরিস্থিতিতে তিনি নিজের ভোটটি খুঁজে পেতে নির্বাচন অফিসে ঘুরছেন এবং পুনরায় ভোট গণনার দাবি তুলেছেন।
গত মেয়াদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রার্থী রবিউল ইসলাম রানা।
জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। তালা মার্কা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই বিজয়ী হওয়ার লক্ষ্যে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনিও প্রচার-প্রচারণা চালান। পোস্টার লাগানো হয় ওয়ার্ডের সর্বত্র। বিতরণ করা হয় লিফলেট। বাড়ি বাড়ি গিয়ে ভোটও প্রার্থনা করেন তিনি। ভোটের দিন কেন্দ্রে নিজের তালা প্রতীকের এজেন্টও ছিল। অথচ সোমবার দিন শেষে ভোট গণনায় দেখা যায়, তিনি একটি ভোটও পাননি। ফলাফল শিটে দেখা যায়, রবিউল ইসলাম রানার তালা প্রতীকে একটি ভোটও পড়েনি। এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থী, ভূপেন চন্দ্র মণ্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩ ভোট, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট এবং ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট।
রবিউল ইসলাম রানা বলেন, ‘আমি, আমার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ আমার আত্মীয়স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের ভোট কোথায় গেল? আমার কর্মী-সমর্থক ও এজেন্টদের ভোট কোথায় গেল? তাঁরা কেউই কি আমাকে ভোট দেননি? ভালো কথা! তাহলে আমার নিজের ভোটটি গেল কোথায়?’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারই বলতে পারবেন। তবে প্রার্থী চাইলে এ ব্যাপারে আদালতের আশ্রয় নিতে পারেন।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
১ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
২ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২ ঘণ্টা আগে