বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের প্রেরণামূলক ব্যানার ও লোহার তোরণ অপসারণে নোটিশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা। আজ শুক্রবার সকালে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মেয়র।
গত ৩০ এপ্রিল মেয়রের স্বাক্ষর করা ওই নোটিশে উল্লেখ করা হয়, সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার অংশে রাস্তার দু ধারে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মণ্ডলের লোহার তোরণ ও লম্বা ব্যানার স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ে যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পৌর এলাকার সৌন্দর্য।
তোরণগুলো স্থাপনের কারণে পৌর বিধির চতুর্থ তফসিলের ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পৌরসভার সৌন্দর্য রক্ষা ও জানমালের ক্ষতি এড়াতে ১৫ মের মধ্যে লোহার তোরণ ও ব্যানারগুলো অপসারণের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, ‘পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে এই তোরণ ও ব্যানারগুলো অপসারণ করার জন্য এর আগেও মৌখিকভাবে এমপিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’
মেয়র সাজ্জাদুল হক রেজা আরও বলেন, ‘এ বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এমপির সম্মানের কথা ভেবে আমরা নোটিশ ইস্যু না করে সময় দিয়েছি। এরপরও তোরণ ও ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে নোটিশ ইস্যু করা হয়েছে।’
এ বিষয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
সিরাজগঞ্জের বেলকুচিতে সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের প্রেরণামূলক ব্যানার ও লোহার তোরণ অপসারণে নোটিশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা। আজ শুক্রবার সকালে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মেয়র।
গত ৩০ এপ্রিল মেয়রের স্বাক্ষর করা ওই নোটিশে উল্লেখ করা হয়, সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার অংশে রাস্তার দু ধারে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মণ্ডলের লোহার তোরণ ও লম্বা ব্যানার স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ে যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পৌর এলাকার সৌন্দর্য।
তোরণগুলো স্থাপনের কারণে পৌর বিধির চতুর্থ তফসিলের ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পৌরসভার সৌন্দর্য রক্ষা ও জানমালের ক্ষতি এড়াতে ১৫ মের মধ্যে লোহার তোরণ ও ব্যানারগুলো অপসারণের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, ‘পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে এই তোরণ ও ব্যানারগুলো অপসারণ করার জন্য এর আগেও মৌখিকভাবে এমপিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’
মেয়র সাজ্জাদুল হক রেজা আরও বলেন, ‘এ বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এমপির সম্মানের কথা ভেবে আমরা নোটিশ ইস্যু না করে সময় দিয়েছি। এরপরও তোরণ ও ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে নোটিশ ইস্যু করা হয়েছে।’
এ বিষয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
চট্টগ্রামের পতেঙ্গা জেলে পাড়ায় আগুনে পুড়েছে ৩৭টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার দিবাগত রাতে আকমল আলী ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি মজনু মিয়া ওরফে মজনু হিরোকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে কৃষক রহিত মিয়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও লাশ গুম করার অপরাধে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে...
২৯ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়
৪০ মিনিট আগে