লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাগড়াগাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
হযরত আলী বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও দাসগ্রামের মৃত মারফত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সকালে অধ্যক্ষ মো. হযরত আলী মাদ্রাসার সপ্তম শ্রেণির দুজন ছাত্রীকে কাগজপত্র সংশোধনের জন্য মাদ্রাসায় ডেকে নেন। তাদেরকে নিজ অফিস কক্ষে ডেকে একজনকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠান। এ সময় দরজা বন্ধ করে অপরজনকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় ওই ছাত্রীর চিৎকারে তিনজন ছেলে জানালা দিয়ে দেখে ফেলায় ছেড়ে দেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার হাগড়াগাড়ি গ্রামে অভিযান চালিয়ে পলাতক অধ্যক্ষ মো. হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া হযরত আলী ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোরের লালপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাগড়াগাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
হযরত আলী বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও দাসগ্রামের মৃত মারফত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সকালে অধ্যক্ষ মো. হযরত আলী মাদ্রাসার সপ্তম শ্রেণির দুজন ছাত্রীকে কাগজপত্র সংশোধনের জন্য মাদ্রাসায় ডেকে নেন। তাদেরকে নিজ অফিস কক্ষে ডেকে একজনকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠান। এ সময় দরজা বন্ধ করে অপরজনকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় ওই ছাত্রীর চিৎকারে তিনজন ছেলে জানালা দিয়ে দেখে ফেলায় ছেড়ে দেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার হাগড়াগাড়ি গ্রামে অভিযান চালিয়ে পলাতক অধ্যক্ষ মো. হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া হযরত আলী ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
৪ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
১০ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যানচলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামত কাজ শেষ হলে যানচলাচল শুরু হয়।
১২ মিনিট আগেকক্সবাজারের উখিয়া নাফ নদ থেকে অপহৃত পাঁচ জেলের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে