চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে একটি কলার বাগান থেকে আবদুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ গ্রাম্য চিকিৎসকের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল মান্নান ওই গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আবদুল মান্নান শুক্রবার বিকেলে ইফতার সামগ্রী নিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরেও পাট ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পাট ক্ষেতের পাশের কলার বাগানে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এ সময় স্বজনেরা তাঁর মরদেহ শনাক্ত করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, আবদুল মান্নান পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তাঁর ওষুধের দোকান রয়েছে। শুক্রবার বিকেলে দোকানে না গিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। পরে পাট ক্ষেতের পাশের কলার বাগান থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ বলেন, কলার বাগান থেকে আবদুল মান্নান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
রাজশাহীর চারঘাটে একটি কলার বাগান থেকে আবদুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ গ্রাম্য চিকিৎসকের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল মান্নান ওই গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আবদুল মান্নান শুক্রবার বিকেলে ইফতার সামগ্রী নিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরেও পাট ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পাট ক্ষেতের পাশের কলার বাগানে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এ সময় স্বজনেরা তাঁর মরদেহ শনাক্ত করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, আবদুল মান্নান পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তাঁর ওষুধের দোকান রয়েছে। শুক্রবার বিকেলে দোকানে না গিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। পরে পাট ক্ষেতের পাশের কলার বাগান থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ বলেন, কলার বাগান থেকে আবদুল মান্নান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
১৪ মিনিট আগেমায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
২৫ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
৩৮ মিনিট আগে