রাবি প্রতিনিধি
গত কয়েক দিন থেকেই নানাভাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদ্যাপন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আর্জেন্টিনার জয়ে এবার একটি গরু ও খাসি জবাই করে ভূরিভোজের মাধ্যমে বিজয় উদ্যাপন করেছে তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে (ইবলিশ চত্বর) এ ভূরিভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাব এ ভোজের আয়োজন করে।
এদিন সকালে গরু-খাসি জবাই করে রান্না শুরু করা হয়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সমর্থকদের আনাগোনা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আনন্দ উল্লাস করতে থাকে। আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দলের সমর্থকেরাও সেখানে আসেন এবং ভূরিভোজে অংশ নিতে রেজিস্ট্রেশন করে। আনন্দ-উল্লাসে তাঁরাও যোগ দেন। দুপুর আড়াইটার দিকে খাবার বিতরণ শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভোজে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক আরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিশ্বকাপ বঞ্চিত ছিলাম। অবশেষে আমরা মেসির হাত ধরে ট্রফি জিতেছি। বিশ্বকাপ চলাকালে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মজা করেছি। অনেককে নিয়ে ট্রল করেছি। যদিও সেগুলো সিরিয়াস কোনো বিষয় নয়। অবশেষে সব ভুলে এমন একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা আবার একত্র হতে পারছি, এ জন্য খুব ভালো লাগছে।’
ভোজের বিষয়ে জানতে চাইলে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ও রাবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মেসির অপূর্ণতা বলতে শুধু বিশ্বকাপটাই ছিল না। তাই মেসির জন্য আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল একটা বিশ্বকাপ অর্জন। আর্জেন্টিনা সেটি করে দেখিয়েছেন। গত কয়েক দিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোমাঞ্চকর এই বিজয় উদ্যাপন করছে। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা গরু-খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি। আর্জেন্টিনা সমর্থক ছাড়াও অন্য দলের সমর্থকেরাও এ আয়োজনে অংশ নিয়েছে। এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছি।’
গত কয়েক দিন থেকেই নানাভাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদ্যাপন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আর্জেন্টিনার জয়ে এবার একটি গরু ও খাসি জবাই করে ভূরিভোজের মাধ্যমে বিজয় উদ্যাপন করেছে তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে (ইবলিশ চত্বর) এ ভূরিভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাব এ ভোজের আয়োজন করে।
এদিন সকালে গরু-খাসি জবাই করে রান্না শুরু করা হয়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সমর্থকদের আনাগোনা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আনন্দ উল্লাস করতে থাকে। আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দলের সমর্থকেরাও সেখানে আসেন এবং ভূরিভোজে অংশ নিতে রেজিস্ট্রেশন করে। আনন্দ-উল্লাসে তাঁরাও যোগ দেন। দুপুর আড়াইটার দিকে খাবার বিতরণ শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভোজে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক আরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিশ্বকাপ বঞ্চিত ছিলাম। অবশেষে আমরা মেসির হাত ধরে ট্রফি জিতেছি। বিশ্বকাপ চলাকালে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মজা করেছি। অনেককে নিয়ে ট্রল করেছি। যদিও সেগুলো সিরিয়াস কোনো বিষয় নয়। অবশেষে সব ভুলে এমন একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা আবার একত্র হতে পারছি, এ জন্য খুব ভালো লাগছে।’
ভোজের বিষয়ে জানতে চাইলে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ও রাবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মেসির অপূর্ণতা বলতে শুধু বিশ্বকাপটাই ছিল না। তাই মেসির জন্য আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল একটা বিশ্বকাপ অর্জন। আর্জেন্টিনা সেটি করে দেখিয়েছেন। গত কয়েক দিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোমাঞ্চকর এই বিজয় উদ্যাপন করছে। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা গরু-খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি। আর্জেন্টিনা সমর্থক ছাড়াও অন্য দলের সমর্থকেরাও এ আয়োজনে অংশ নিয়েছে। এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছি।’
পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।
৩১ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে