নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৫ বছর পলাতক নাটোরের নলডাঙ্গা আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার র্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। নিহত আমজাদ হোসেনও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর তারা পালিয়ে যান।
২০১৬ সালে আদালত শাহাদত হোসেন ও নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করে। ২৫ বছর পলাতক থাকার পর গত বুধবার তাদের দুজনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র্যাব-১ গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১ সিপিসি-৩ ২৫ বছর পলাতক দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৫ বছর পলাতক নাটোরের নলডাঙ্গা আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার র্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। নিহত আমজাদ হোসেনও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর তারা পালিয়ে যান।
২০১৬ সালে আদালত শাহাদত হোসেন ও নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করে। ২৫ বছর পলাতক থাকার পর গত বুধবার তাদের দুজনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র্যাব-১ গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১ সিপিসি-৩ ২৫ বছর পলাতক দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গতকাল সোমবার গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপ
৬ মিনিট আগেসরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানোর আগ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধসহ ক্যাম্পাসে অবস্থান করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তবে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক
২০ মিনিট আগেভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।
২৩ মিনিট আগেরাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।
৪১ মিনিট আগে