বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দীর্ঘ চার মাস পর করোনায় মমতাজ উদ্দীন (৭৫) নামে একজন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল হক।
এর আগে গত মঙ্গলবার শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত মমতাজ উদ্দীন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে শজিমেকের চিকিৎসক ডা. সাজ্জাদ-উল হক বলেন, বর্তমানে জেলায় ২০ জন করোনা রোগী আছেন। তাঁদের মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে কেউ সুস্থ হননি।
ডা. সাজ্জাদ-উল হক আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। পরে দীর্ঘ চার মাস পর আরও একজন মারা গেলেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০৬ জন। তাঁদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৬৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, ‘আমরা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক না পরলে জরিমানাও করছি।’
বগুড়ায় দীর্ঘ চার মাস পর করোনায় মমতাজ উদ্দীন (৭৫) নামে একজন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল হক।
এর আগে গত মঙ্গলবার শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত মমতাজ উদ্দীন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে শজিমেকের চিকিৎসক ডা. সাজ্জাদ-উল হক বলেন, বর্তমানে জেলায় ২০ জন করোনা রোগী আছেন। তাঁদের মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে কেউ সুস্থ হননি।
ডা. সাজ্জাদ-উল হক আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। পরে দীর্ঘ চার মাস পর আরও একজন মারা গেলেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০৬ জন। তাঁদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৬৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, ‘আমরা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক না পরলে জরিমানাও করছি।’
শেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে চলে যান শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। আজ শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
৩৮ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের...
১ ঘণ্টা আগে‘বাবা মাইরো না, মাইরো না বাবা। আর করব না। আর করব না।’ আর্তচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি তিন বছরের শিশু মুসা। এর আগে মুসার বড়ভাই সাত বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি
১ ঘণ্টা আগে