নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পাবনার চাটমোহরে এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় সিরাজুল ইসলাম শিবুকে (৫৫) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। পরে আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
২০২০ সালের ২৪ আগস্ট ওই কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণের সময় অভিযুক্ত সিরাজুল ইসলাম শিবু গোপনে ভিডিও ধারণ করেছিলেন। তুলে রেখেছিলেন কিশোরীর নগ্ন ছবিও। পরবর্তী সময়ে সেই কিশোরীর বিয়ে ঠিক হলে ওই ছবি ও ভিডিও পাঠান হবু বরকে। তাতে বিয়ে ভেঙে গেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।
আসামি সিরাজুলের বাড়ি চাটমোহরের মথুরাপুর গ্রামে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কিশোরীকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন আসামি সিরাজুল। এ সময় ভিডিও করে রাখা হয়। সেটি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। এ ছাড়া এসব কথা কাউকে বললে কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়।
তাতে ভয়ে ওই কিশোরী কারও কাছে মুখ খোলেনি। দুই বছর পর ওই কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার। ২০২২ সালের ১২ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। বিয়ের খবর জানতে পেরে সিরাজুল ওই ছবি এবং ভিডিও হবু বরের মোবাইল ফোনে পাঠান। তাতে হবু বর বিয়েতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি ওই কিশোরীর পরিবারকে জানান।
এদিকে বিয়ে ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে নিয়ে চিকিৎসার পর সুস্থ হলে তিনি ধর্ষণের ঘটনাটি পরিবারের কাছে খুলে বলেন। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আসে।
আইনজীবী ইসমত আরা বলেন, আদালত আলাদা দুটি ধারায় আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানার প্রতি ২ লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই ১ লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কারাদণ্ডের সাজা সবগুলো একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।
পাবনার চাটমোহরে এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় সিরাজুল ইসলাম শিবুকে (৫৫) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। পরে আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
২০২০ সালের ২৪ আগস্ট ওই কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণের সময় অভিযুক্ত সিরাজুল ইসলাম শিবু গোপনে ভিডিও ধারণ করেছিলেন। তুলে রেখেছিলেন কিশোরীর নগ্ন ছবিও। পরবর্তী সময়ে সেই কিশোরীর বিয়ে ঠিক হলে ওই ছবি ও ভিডিও পাঠান হবু বরকে। তাতে বিয়ে ভেঙে গেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।
আসামি সিরাজুলের বাড়ি চাটমোহরের মথুরাপুর গ্রামে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কিশোরীকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন আসামি সিরাজুল। এ সময় ভিডিও করে রাখা হয়। সেটি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। এ ছাড়া এসব কথা কাউকে বললে কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়।
তাতে ভয়ে ওই কিশোরী কারও কাছে মুখ খোলেনি। দুই বছর পর ওই কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার। ২০২২ সালের ১২ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। বিয়ের খবর জানতে পেরে সিরাজুল ওই ছবি এবং ভিডিও হবু বরের মোবাইল ফোনে পাঠান। তাতে হবু বর বিয়েতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি ওই কিশোরীর পরিবারকে জানান।
এদিকে বিয়ে ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে নিয়ে চিকিৎসার পর সুস্থ হলে তিনি ধর্ষণের ঘটনাটি পরিবারের কাছে খুলে বলেন। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আসে।
আইনজীবী ইসমত আরা বলেন, আদালত আলাদা দুটি ধারায় আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানার প্রতি ২ লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই ১ লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কারাদণ্ডের সাজা সবগুলো একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।
পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
১৪ মিনিট আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে