বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বিএনপির আগামীকাল শুক্রবারের জনসভাকে বানচাল করতে পুলিশ দলটির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও তাঁদের বাড়ি বাড়ি তল্লাশি করছে বলে অভিযোগ তুলেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
পাশাপাশি এক রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের তালিকাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। তবে পুলিশ বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে তাদের সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদান করতে কাজ করা হচ্ছে।
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, ১০ দফা দাবিতে বগুড়ায় ২৬ মে (শুক্রবার) জনসভা আহ্বান করা হয়। সেই জনসভাকে বানচাল করতে জেলাব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিনা মামলা ও বিনা পরোয়ানায় গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। গত বুধবার রাতেই কাহালু, সারিয়াকান্দি, আদমদীঘি ও দুপচাঁচিয়া থানা-পুলিশ গ্রেপ্তার করে ১৫ জনকে। এ ছাড়া শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে তল্লাশি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হেনা বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই পুলিশ তল্লাশি ও গণগ্রেপ্তার শুরু করেছে। আগামীকালের জনসভাকে বানচাল করতেই এমন তৎপরতা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই জনসভাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব বগুড়ার প্রশাসনকে বহন করতে হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, সংবাদ সম্মেলন করে তাঁরা যে অভিযোগ করেছেন তা খুবই দুঃখজনক। তাঁদের জনসভাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশি সহায়তা চাওয়া হলে তাঁদের মাঠ বরাদ্দ করাসহ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কিন্তু তাঁরা উল্টো অভিযোগ করেছেন। পুলিশ যে অভিযান চালাচ্ছে তা চলমান প্রক্রিয়া। এর সঙ্গে জনসভার কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়ায় বিএনপির আগামীকাল শুক্রবারের জনসভাকে বানচাল করতে পুলিশ দলটির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও তাঁদের বাড়ি বাড়ি তল্লাশি করছে বলে অভিযোগ তুলেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
পাশাপাশি এক রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের তালিকাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। তবে পুলিশ বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে তাদের সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদান করতে কাজ করা হচ্ছে।
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, ১০ দফা দাবিতে বগুড়ায় ২৬ মে (শুক্রবার) জনসভা আহ্বান করা হয়। সেই জনসভাকে বানচাল করতে জেলাব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিনা মামলা ও বিনা পরোয়ানায় গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। গত বুধবার রাতেই কাহালু, সারিয়াকান্দি, আদমদীঘি ও দুপচাঁচিয়া থানা-পুলিশ গ্রেপ্তার করে ১৫ জনকে। এ ছাড়া শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে তল্লাশি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হেনা বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই পুলিশ তল্লাশি ও গণগ্রেপ্তার শুরু করেছে। আগামীকালের জনসভাকে বানচাল করতেই এমন তৎপরতা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই জনসভাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব বগুড়ার প্রশাসনকে বহন করতে হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, সংবাদ সম্মেলন করে তাঁরা যে অভিযোগ করেছেন তা খুবই দুঃখজনক। তাঁদের জনসভাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশি সহায়তা চাওয়া হলে তাঁদের মাঠ বরাদ্দ করাসহ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কিন্তু তাঁরা উল্টো অভিযোগ করেছেন। পুলিশ যে অভিযান চালাচ্ছে তা চলমান প্রক্রিয়া। এর সঙ্গে জনসভার কোনো সংশ্লিষ্টতা নেই।
পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
১৪ মিনিট আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে