নাটোর প্রতিনিধি
নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
২ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৩ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৪ ঘণ্টা আগে