নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ছেলের ব্যাপক মারধরে এক বৃদ্ধার বুকের হাড় ভেঙে গেছে। গুরুতর আঘাত রয়েছে মাথায়। মুমূর্ষু অবস্থায় তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
ওই নারী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫৫ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকেন এই নারী। গত ৯ মে ওই নারীকে নির্যাতনের পর ছেলেকে স্বজনেরা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেছেন।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ওই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছে। তাতে বুকের হাড় ভেঙে গেছে। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ বলেন, ‘টেলিভিশন, সংবাদপত্রে দেখি এ রকম নির্মম ঘটনা। এবার নিজে এই হতভাগা মাকে আইসিইউতে চিকিৎসা দিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছি। এই মায়ের চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছে। আইসিইউতে তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।’
এই নারীকে হাসপাতালে ভর্তি করা এক প্রতিবেশী জানান, তাঁর ছেলের চায়ের দোকান ছিল। এখন দোকান নেই। পারিবারিক বিষয় নিয়ে ছেলেটি প্রায়ই মায়ের সঙ্গে ঝামেলা করতেন। গত ৯ মে মারতে মারতে মাকে অচেতন করে ফেলেন তিনি। পরে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন স্বজনেরা বলছেন, এই ছেলের মাথায় সমস্যা আছে। তাই তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা জানা নেই। খবর পেলে অন্তত আমরা সরেজমিন গিয়ে ঘটনা দেখে আসতাম। ব্যবস্থা নিতে পারতাম।’
রাজশাহীতে ছেলের ব্যাপক মারধরে এক বৃদ্ধার বুকের হাড় ভেঙে গেছে। গুরুতর আঘাত রয়েছে মাথায়। মুমূর্ষু অবস্থায় তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
ওই নারী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫৫ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকেন এই নারী। গত ৯ মে ওই নারীকে নির্যাতনের পর ছেলেকে স্বজনেরা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেছেন।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ওই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছে। তাতে বুকের হাড় ভেঙে গেছে। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ বলেন, ‘টেলিভিশন, সংবাদপত্রে দেখি এ রকম নির্মম ঘটনা। এবার নিজে এই হতভাগা মাকে আইসিইউতে চিকিৎসা দিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছি। এই মায়ের চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছে। আইসিইউতে তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।’
এই নারীকে হাসপাতালে ভর্তি করা এক প্রতিবেশী জানান, তাঁর ছেলের চায়ের দোকান ছিল। এখন দোকান নেই। পারিবারিক বিষয় নিয়ে ছেলেটি প্রায়ই মায়ের সঙ্গে ঝামেলা করতেন। গত ৯ মে মারতে মারতে মাকে অচেতন করে ফেলেন তিনি। পরে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন স্বজনেরা বলছেন, এই ছেলের মাথায় সমস্যা আছে। তাই তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা জানা নেই। খবর পেলে অন্তত আমরা সরেজমিন গিয়ে ঘটনা দেখে আসতাম। ব্যবস্থা নিতে পারতাম।’
পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
১৩ মিনিট আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে