চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
চারঘাট উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে কয়েক দফায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামে, সরদহ ইউনিয়নের চকরপাড়া গ্রামে ও নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ১১ জনকে কামড়ে দেয় শিয়াল। এদের মধ্যে পথচারী, কৃষক ও গৃহিণী রয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামের লোকজন বেগম বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের খড় গুছিয়ে রাখছিলাম। হঠাৎ অন্ধকার থেকে শিয়ালের ডাক শুনতে পাই। দ্রুত হাঁটা শুরু করতেই শিয়াল তাড়া করে কামড় দেয়। কোনোমতে দৌড়ে অন্য একটি বাড়িতে গিয়ে রক্ষা পাই।’
উপজেলার ভাটপাড়া গ্রামের মুরাদ আলী বলেন, ‘শনিবার রাতে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে এক শিয়ালের কবলে পড়ি। দৌড়ে পালানোর চেষ্টা করেও শেয়ালের কামড় থেকে রক্ষা পাইনি। তিন জায়গায় কামড় দিয়েছে। রাজশাহী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’
এদিকে শিয়ালের আক্রমণ বাড়লেও স্থানীয় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার সরবরাহ নেই। আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের ৩৫ কিলোমিটার দুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শিয়ালের কামড়ে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত টিকার সরবরাহ নেই।’
উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক আছে। বাইরের পথচারী লোকজনও আহত হয়েছে। সবাইকে একাকী চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।’
চারঘাট উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে কয়েক দফায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামে, সরদহ ইউনিয়নের চকরপাড়া গ্রামে ও নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ১১ জনকে কামড়ে দেয় শিয়াল। এদের মধ্যে পথচারী, কৃষক ও গৃহিণী রয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের অনুপামপুর গ্রামের লোকজন বেগম বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের খড় গুছিয়ে রাখছিলাম। হঠাৎ অন্ধকার থেকে শিয়ালের ডাক শুনতে পাই। দ্রুত হাঁটা শুরু করতেই শিয়াল তাড়া করে কামড় দেয়। কোনোমতে দৌড়ে অন্য একটি বাড়িতে গিয়ে রক্ষা পাই।’
উপজেলার ভাটপাড়া গ্রামের মুরাদ আলী বলেন, ‘শনিবার রাতে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে এক শিয়ালের কবলে পড়ি। দৌড়ে পালানোর চেষ্টা করেও শেয়ালের কামড় থেকে রক্ষা পাইনি। তিন জায়গায় কামড় দিয়েছে। রাজশাহী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’
এদিকে শিয়ালের আক্রমণ বাড়লেও স্থানীয় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার সরবরাহ নেই। আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের ৩৫ কিলোমিটার দুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শিয়ালের কামড়ে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত টিকার সরবরাহ নেই।’
উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক আছে। বাইরের পথচারী লোকজনও আহত হয়েছে। সবাইকে একাকী চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৫ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৫ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৬ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৬ ঘণ্টা আগে