বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আজ মঙ্গলবার বগুড়া জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তাঁরা। আদালতের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বগুড়া শহরের নবাববাড়ী রোডে নিরিবিলি বোর্ডিংয়ের সামনে ওই দুজনসহ অন্যরা পুলিশের কাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে পুলিশ কনস্টেবল তৌফিক ও জাকির আহত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল বাছেদ।
এদিকে তাঁদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে। ওই সমাবেশ থেকে অবিলম্বে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবি জানানো হয়।
বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আজ মঙ্গলবার বগুড়া জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তাঁরা। আদালতের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বগুড়া শহরের নবাববাড়ী রোডে নিরিবিলি বোর্ডিংয়ের সামনে ওই দুজনসহ অন্যরা পুলিশের কাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে পুলিশ কনস্টেবল তৌফিক ও জাকির আহত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল বাছেদ।
এদিকে তাঁদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে। ওই সমাবেশ থেকে অবিলম্বে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবি জানানো হয়।
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২৫ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে