প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সারা দেশে চলছে কঠোর লকডাউন। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সরকারের এই কঠোর লকডাউন বাস্তবায়ন সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। তারপরেও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উল্লাপাড়া থেকে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষেরা। জীবনের তাগিদে আইনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ট্রাক ও মাইক্রোবাসে গাদাগাদি করে আবার কর্মস্থলে ফিরছেন ঈদে ঘরে ফেরা মানুষ।
সরেজমিনে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলার সোনাতলা ব্রিজ থেকে দুইটি ট্রাক ও চার থেকে পাঁচটি মাইক্রোবাসে প্রায় ২০০ থেকে ৩০০ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় কথা হয় গার্মেন্টস কর্মী হাছনা খাতুনের সঙ্গে। তিনি বলেন, `লকডাউনে শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ায় রাতের আঁধারে এভাবেই করোনার ভয় উপেক্ষা করেই ফিরতে হচ্ছে কর্মস্থলে। অনেক ঝুঁকি নিয়ে আমাদের যেতে হচ্ছে ঢাকায়। এতে আমাদের কষ্টের শেষ নাই। এ ছাড়া আমাদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।'
ট্রাক চালক আমিরুল ইসলাম জানান, দিনের বেলায় পুলিশের ভয়ে রাস্তায় বের হই না। তাই রাতের বেলায় ট্রাকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছি। একটি ট্রাকে ৫০ থেকে ৬০ জন করে নিয়ে যাওয়া হয়। প্রতিজন মাথাপিছু ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। আর যারা মাইক্রোবাসে করে যাচ্ছে তাঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশের কঠোর নজরদারি রয়েছে। তবে দুই একটি ট্রাক ও মাইক্রোবাস পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশের মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।
সারা দেশে চলছে কঠোর লকডাউন। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সরকারের এই কঠোর লকডাউন বাস্তবায়ন সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। তারপরেও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উল্লাপাড়া থেকে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষেরা। জীবনের তাগিদে আইনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ট্রাক ও মাইক্রোবাসে গাদাগাদি করে আবার কর্মস্থলে ফিরছেন ঈদে ঘরে ফেরা মানুষ।
সরেজমিনে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলার সোনাতলা ব্রিজ থেকে দুইটি ট্রাক ও চার থেকে পাঁচটি মাইক্রোবাসে প্রায় ২০০ থেকে ৩০০ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় কথা হয় গার্মেন্টস কর্মী হাছনা খাতুনের সঙ্গে। তিনি বলেন, `লকডাউনে শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ায় রাতের আঁধারে এভাবেই করোনার ভয় উপেক্ষা করেই ফিরতে হচ্ছে কর্মস্থলে। অনেক ঝুঁকি নিয়ে আমাদের যেতে হচ্ছে ঢাকায়। এতে আমাদের কষ্টের শেষ নাই। এ ছাড়া আমাদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।'
ট্রাক চালক আমিরুল ইসলাম জানান, দিনের বেলায় পুলিশের ভয়ে রাস্তায় বের হই না। তাই রাতের বেলায় ট্রাকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছি। একটি ট্রাকে ৫০ থেকে ৬০ জন করে নিয়ে যাওয়া হয়। প্রতিজন মাথাপিছু ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। আর যারা মাইক্রোবাসে করে যাচ্ছে তাঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশের কঠোর নজরদারি রয়েছে। তবে দুই একটি ট্রাক ও মাইক্রোবাস পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশের মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচনব্যবস্থা প্রায় ধ্বংসের মুখোমুখি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে এই ব্যবস্থাকে পরিশুদ্ধকরণের কোনো বিকল্প নেই। আর এর অগ্রাধিকারগুলো হতে পারে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন, নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিতে সরকারি ও...
৪ মিনিট আগেলক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৭ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৪০ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগে