ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে এক প্রার্থীকে ভোট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই ভোটারের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুকুর মালিক আহসান হাবিব থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৮ জন। নির্বাচনে শ্যামগাতি গ্রামের সোলাইমান আলীর ছেলে আমিনুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পরাজিত হন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন পরবর্তী শ্যামগাতী গ্রামে সামাজিক বৈঠক হয়। ওই বৈঠকে শ্যামগাতী গ্রামের কানু শেখের ছেলে মাছ চাষি আহসান হাবিব উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে ভোট না দেওয়াকে কেন্দ্র করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুলের সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকালের দিকে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ও তাঁর লোকজন আহসান হাবিব ও আনোয়ার হোসেনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলের দিকে আহসান হাবিব বাদী হয়ে ওই পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, গ্রাম্য বৈঠকে আহসান হাবিবের সঙ্গে ভোটের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তার বিরুদ্ধে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বলেন, বিষ প্রয়োগে পুকুরে মাছ মেরে ক্ষতির অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে এক প্রার্থীকে ভোট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই ভোটারের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুকুর মালিক আহসান হাবিব থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৮ জন। নির্বাচনে শ্যামগাতি গ্রামের সোলাইমান আলীর ছেলে আমিনুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পরাজিত হন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন পরবর্তী শ্যামগাতী গ্রামে সামাজিক বৈঠক হয়। ওই বৈঠকে শ্যামগাতী গ্রামের কানু শেখের ছেলে মাছ চাষি আহসান হাবিব উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে ভোট না দেওয়াকে কেন্দ্র করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুলের সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকালের দিকে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ও তাঁর লোকজন আহসান হাবিব ও আনোয়ার হোসেনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলের দিকে আহসান হাবিব বাদী হয়ে ওই পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, গ্রাম্য বৈঠকে আহসান হাবিবের সঙ্গে ভোটের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তার বিরুদ্ধে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বলেন, বিষ প্রয়োগে পুকুরে মাছ মেরে ক্ষতির অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৩ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৪ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৪ ঘণ্টা আগে