বগুড়া প্রতিনিধি
ফিল্মি কায়দায় বগুড়ার শেরপুরে ছিনতাইকারী যুবক যাত্রীবাহী বাস নিয়ে পালানোর সময় লাফিয়ে পড়ে সানজিদা স্বর্ণা (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার ধনকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বগুড়া শহরতলির দ্বিতীয় বাইপাস সড়কের লিচুতলা এলাকা থেকে বাসটি জব্দ করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সানজিদা স্বর্ণা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বগুড়া শহরের নিশিন্দারা স্নিগ্ধা আবাসিক এলাকার তালুকদার আব্দুর রউফের মেয়ে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে।
এ সময় বাসচালক, সুপারভাইজার–হেলপারসহ যাত্রীরা বাস থেকে নেমে হোটেলের ভেতরে যান। চারজন নারী যাত্রী বাসের ভেতরেই অবস্থান করেন। এর মধ্যে ২০ মিনিটের বিরতি শেষ হওয়ার আগেই অজ্ঞাত এক যুবক বাসে উঠে দরজা বন্ধ করে দ্রুত গতিতে বাস চালিয়ে বগুড়ার দিকে যান।
ওই সময় ভেতরে থাকা চার নারী যাত্রী চিৎকার শুরু করে। বাসটি শেরপুরের মির্জাপুর এলাকায় পৌঁছালে সানজিদা স্বর্ণা জানালা দিয়ে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে লোকজন বিষয়টি পুলিশকে জানালে মহাসড়কে টহল পুলিশ তৎপর হয়ে উঠে। শেরপুর থানা ও শাজাহানপুর থানা–পুলিশ বাসটি থামাতে ব্যর্থ হয়। ছিনতাইকারী বাসটি নিয়ে বগুড়া শহরের দিকে না গিয়ে রংপুরের দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঢুকে পড়ে। পুলিশ বাসটির পিছু ধাওয়া করলে লিচুতলা এলাকায় বাস রেখে ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে পুলিশ বাস থেকে তিন নারী যাত্রীকে উদ্ধার করে। বাসের তল্লাশি করে পুলিশ ড্রাইভিং সিটে একটি ওয়ালেট ও মোবাইল ফোন উদ্ধার করে। সেই ওয়ালেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ছিনতাইয়ের সঙ্গে জড়িত রনি মোল্লাকে (২৭) শহরের বেজোড়া এলাকা থেকে আটক করে।
ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি মোল্লা জানায়, তিনি পেশায় ট্রাকচালক। ঢাকার আবদুল্লাহপুর থেকে যাত্রী বেশে তিনি শাহ ফতেহ আলী বাসে ওঠেন।’
তিনি বলেন, তবে তার কথাবার্তা অসংলগ্ন। কী উদ্দেশ্যে বাস ছিনতাই করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রনি মোল্লাকে শেরপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়। হাইওয়ে থানার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
ফিল্মি কায়দায় বগুড়ার শেরপুরে ছিনতাইকারী যুবক যাত্রীবাহী বাস নিয়ে পালানোর সময় লাফিয়ে পড়ে সানজিদা স্বর্ণা (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার ধনকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বগুড়া শহরতলির দ্বিতীয় বাইপাস সড়কের লিচুতলা এলাকা থেকে বাসটি জব্দ করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সানজিদা স্বর্ণা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বগুড়া শহরের নিশিন্দারা স্নিগ্ধা আবাসিক এলাকার তালুকদার আব্দুর রউফের মেয়ে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে।
এ সময় বাসচালক, সুপারভাইজার–হেলপারসহ যাত্রীরা বাস থেকে নেমে হোটেলের ভেতরে যান। চারজন নারী যাত্রী বাসের ভেতরেই অবস্থান করেন। এর মধ্যে ২০ মিনিটের বিরতি শেষ হওয়ার আগেই অজ্ঞাত এক যুবক বাসে উঠে দরজা বন্ধ করে দ্রুত গতিতে বাস চালিয়ে বগুড়ার দিকে যান।
ওই সময় ভেতরে থাকা চার নারী যাত্রী চিৎকার শুরু করে। বাসটি শেরপুরের মির্জাপুর এলাকায় পৌঁছালে সানজিদা স্বর্ণা জানালা দিয়ে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে লোকজন বিষয়টি পুলিশকে জানালে মহাসড়কে টহল পুলিশ তৎপর হয়ে উঠে। শেরপুর থানা ও শাজাহানপুর থানা–পুলিশ বাসটি থামাতে ব্যর্থ হয়। ছিনতাইকারী বাসটি নিয়ে বগুড়া শহরের দিকে না গিয়ে রংপুরের দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঢুকে পড়ে। পুলিশ বাসটির পিছু ধাওয়া করলে লিচুতলা এলাকায় বাস রেখে ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে পুলিশ বাস থেকে তিন নারী যাত্রীকে উদ্ধার করে। বাসের তল্লাশি করে পুলিশ ড্রাইভিং সিটে একটি ওয়ালেট ও মোবাইল ফোন উদ্ধার করে। সেই ওয়ালেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ছিনতাইয়ের সঙ্গে জড়িত রনি মোল্লাকে (২৭) শহরের বেজোড়া এলাকা থেকে আটক করে।
ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি মোল্লা জানায়, তিনি পেশায় ট্রাকচালক। ঢাকার আবদুল্লাহপুর থেকে যাত্রী বেশে তিনি শাহ ফতেহ আলী বাসে ওঠেন।’
তিনি বলেন, তবে তার কথাবার্তা অসংলগ্ন। কী উদ্দেশ্যে বাস ছিনতাই করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রনি মোল্লাকে শেরপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়। হাইওয়ে থানার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা মাঝখানে চাপা পড়লে এর আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন ভুইয়া (৫৪)। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দ
১২ মিনিট আগেঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
৪১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে