বন্যার পানিতে গোসলে নেমে শেরপুরে ২ স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ২১: ৫৬

বন্যার পানিতে গোসল করতে নেমে শেরপুরে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মৃতরা হচ্ছে–ডোবারচর বাইনপাড়া গ্রামের মো. আমজাদের ছেলে মো. সুমন (১৩) ও একই গ্রামের মো. মহিরের ছেলে মো. সুফল (১৩)। তারা দুজনই স্থানীয় ডোবারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তা মোড়ের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন তারা। 

পরে স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল না থাকায় জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে জামালপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা জাল ফেলে দুই কিশোরের লাশ উদ্ধার করেন। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া দুই কিশোরের লাশ তাদের নিজ বাড়িতে আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

ভারত-বাংলাদেশ আলোচনায় হাসিনা প্রসঙ্গে উত্তপ্ত মুহূর্ত

বাংলাদেশ শিগগিরই বহুদলীয় গণতন্ত্রে ফিরবে, আশা যুক্তরাজ্যের

কেশবপুরে ২ প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের লুটপাট-অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

২৫ টাকায় মাটি পরীক্ষা, ভ্রাম্যমাণ গবেষণাগার যাচ্ছে ৫৬ উপজেলায়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত