নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে ওয়াজ মাহফিলে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পী (১৭) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। নিহত নওশাদ আহমেদ বাপ্পীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত বাপ্পীর বড় ভাই মো.নাসির মিয়া, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল করিম শরীফ, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুল ইসলাম, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী মো. রিয়েল,সাজ্জাদ, মেঘনা আক্তার, নুসরাত জাহান ফারিয়া প্রমুখ।
সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে দুই কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) কর্মকর্তা ওবায়দুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
তার আগেও ২ ফেব্রুয়ারি একই কলেজের শিক্ষার্থীরা বাপ্পী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘গত ১০ দিন আগেও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছিলাম।’
প্রশাসন আশ্বাস দিলেও অনেককে গ্রেপ্তার করতে পারেনি। আজকেও প্রশাসনের আশ্বাসের সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ৩০ জানুয়ারি রাতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানে রাত ৯টার দিকে দুর্বৃত্তরা নওশাদ আহমেদ বাপ্পীকে মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩১ জানুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নওশাদ আহমেদ বাপ্পী উপজেলা চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নান্দাইলে ওয়াজ মাহফিলে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পী (১৭) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। নিহত নওশাদ আহমেদ বাপ্পীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত বাপ্পীর বড় ভাই মো.নাসির মিয়া, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল করিম শরীফ, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুল ইসলাম, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী মো. রিয়েল,সাজ্জাদ, মেঘনা আক্তার, নুসরাত জাহান ফারিয়া প্রমুখ।
সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে দুই কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) কর্মকর্তা ওবায়দুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
তার আগেও ২ ফেব্রুয়ারি একই কলেজের শিক্ষার্থীরা বাপ্পী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘গত ১০ দিন আগেও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছিলাম।’
প্রশাসন আশ্বাস দিলেও অনেককে গ্রেপ্তার করতে পারেনি। আজকেও প্রশাসনের আশ্বাসের সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ৩০ জানুয়ারি রাতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানে রাত ৯টার দিকে দুর্বৃত্তরা নওশাদ আহমেদ বাপ্পীকে মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩১ জানুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নওশাদ আহমেদ বাপ্পী উপজেলা চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ ঘণ্টা আগে