ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী ইউপি সদস্যকে জুতাপেটা করার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের আশ্বাসে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এরপর ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি উচাখিলা ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্যদের নিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বণ্টন নিয়ে বিশেষ বৈঠকে বসেন উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সভায় পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোকসানা খাতুন সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ তোলেন। এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান। পরে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই নারী সদস্যের চুলের মুঠি ধরে জুতাপেটা করে লাঞ্ছিত করেন ইউপি চেয়ারম্যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী ইউপি সদস্য। পরে গত শনিবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী। এদিকে আজ সোমবার আদালতে হাজির হয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জামিন আবেদন করেছেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক ঝুটন চন্দ্র বর্মণ।
এ মানববন্ধনের বিষয়ে জানতে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নারী সদস্যকে লাঞ্ছিতের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন এটা বিচারাধীন বিষয়। ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে এলাকাবাসী আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পাঠিয়েছি।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী ইউপি সদস্যকে জুতাপেটা করার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের আশ্বাসে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এরপর ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি উচাখিলা ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্যদের নিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বণ্টন নিয়ে বিশেষ বৈঠকে বসেন উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সভায় পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোকসানা খাতুন সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ তোলেন। এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান। পরে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই নারী সদস্যের চুলের মুঠি ধরে জুতাপেটা করে লাঞ্ছিত করেন ইউপি চেয়ারম্যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী ইউপি সদস্য। পরে গত শনিবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী। এদিকে আজ সোমবার আদালতে হাজির হয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জামিন আবেদন করেছেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক ঝুটন চন্দ্র বর্মণ।
এ মানববন্ধনের বিষয়ে জানতে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নারী সদস্যকে লাঞ্ছিতের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন এটা বিচারাধীন বিষয়। ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে এলাকাবাসী আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পাঠিয়েছি।’
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
৬ মিনিট আগেকেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৯ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ ঘণ্টা আগে