নেত্রকোনা প্রতিনিধি
পানি কম থাকায় অচল হয়ে পড়েছে নেত্রকোনা, পূর্বধলা এবং দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কের মধ্যখান দিয়ে প্রবাহিত ডেউটুকুনে কংস নদ পারাপারের স্টিল ফেরিটি। পানির অভাবে বর্তমানে ফেরিটি বন্ধ রয়েছে। ফলে ছোট একটি নৌকা দিয়ে মানুষজনদের নদী পারাপার করতে হচ্ছে। ফলে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এভাবে চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
জানা যায়, নেত্রকোনার সঙ্গে দুর্গাপুরের সড়ক পথে যোগাযোগের জন্য পূর্বধলা পর্যন্ত ১৬ কিলোমিটার একটি সড়ক থাকলেও তা গত কয়েক বছর যাবৎ চলাচলে অযোগ্য হয়ে পড়ে। ফলে সড়কটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। বিকল্প হিসেবে নেত্রকোনা শহরের চানখাঁর মোড় হয়ে জামধলা বাজার দিয়ে লোকজন দুর্গাপুর যাতায়াত করছেন। কিন্তু ডেউটুকুনে কংস নদের ওপর সেতু না থাকায় ও ফেরি বন্ধ থাকায় এলাকাবাসীদের নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে। ফলে দুর্গাপুর যেতে যেখানে এক ঘণ্টা লাগার কথা, সেখানে দুই ঘণ্টা সময় লাগছে।
মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, এ সড়কটি যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত কংস নদের ওপর সেতু নির্মাণ করা প্রয়োজন।
দুর্গাপুরের আলী হায়দার বলেন, এ নদীর ওপর জরুরি ভিত্তিতে পাকা সেতু নির্মাণ করা দরকার।
পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল ও দুর্গাপুরের এমপি মানু মজুমদার বলেন, ডেউটুকুনে কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত সড়কের এ নদের ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ করা হবে।
পানি কম থাকায় অচল হয়ে পড়েছে নেত্রকোনা, পূর্বধলা এবং দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কের মধ্যখান দিয়ে প্রবাহিত ডেউটুকুনে কংস নদ পারাপারের স্টিল ফেরিটি। পানির অভাবে বর্তমানে ফেরিটি বন্ধ রয়েছে। ফলে ছোট একটি নৌকা দিয়ে মানুষজনদের নদী পারাপার করতে হচ্ছে। ফলে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এভাবে চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
জানা যায়, নেত্রকোনার সঙ্গে দুর্গাপুরের সড়ক পথে যোগাযোগের জন্য পূর্বধলা পর্যন্ত ১৬ কিলোমিটার একটি সড়ক থাকলেও তা গত কয়েক বছর যাবৎ চলাচলে অযোগ্য হয়ে পড়ে। ফলে সড়কটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। বিকল্প হিসেবে নেত্রকোনা শহরের চানখাঁর মোড় হয়ে জামধলা বাজার দিয়ে লোকজন দুর্গাপুর যাতায়াত করছেন। কিন্তু ডেউটুকুনে কংস নদের ওপর সেতু না থাকায় ও ফেরি বন্ধ থাকায় এলাকাবাসীদের নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে। ফলে দুর্গাপুর যেতে যেখানে এক ঘণ্টা লাগার কথা, সেখানে দুই ঘণ্টা সময় লাগছে।
মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, এ সড়কটি যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত কংস নদের ওপর সেতু নির্মাণ করা প্রয়োজন।
দুর্গাপুরের আলী হায়দার বলেন, এ নদীর ওপর জরুরি ভিত্তিতে পাকা সেতু নির্মাণ করা দরকার।
পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল ও দুর্গাপুরের এমপি মানু মজুমদার বলেন, ডেউটুকুনে কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত সড়কের এ নদের ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ করা হবে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
১ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
২ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৩ ঘণ্টা আগে