সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রী লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে তারাকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে না পাড়ায় লজ্জা থেকে বাঁচতে সে আত্মহত্যা করেছে।
লাবনী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লাবনীর অর্ধ-বার্ষিক পরীক্ষা চলতি মাসের ৭ তারিখে। পরীক্ষা দিতে বেতন ফি বাবদ লাভনীকে ২ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পেরে অনেক শিক্ষার্থীকে অপমান-অপদস্থ হতে হয়েছে। এ কারণে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা না নিয়ে বিদ্যালয়ে যাবে না বলে বায়না ধরে লাবনী।
এদিকে লাবনীর মা-বাবা অর্ধেক টাকা জোগাড় করে দিলেও কর্তৃপক্ষের কাছে লজ্জা পাওয়ার ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হয়নি সে। পরে সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাভনী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
লাবনীর মা ফাহিমা বেগম ও বাবা লাল মিয়া জানান, পরীক্ষার জন্য অর্ধেক টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ টাকা শোধ করতে না পারলে লজ্জা দেওয়া হবে সে ভয়ে স্কুলে যায়নি লাবনী। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক উজ্জল মিয়া বলেন, ‘মেয়ের বেতন দিতে একদিন দেরি হয়েছিল। এ কারণে আমার মেয়েকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’
তারাকান্দি গ্রামের বাসিন্দা হাবু মিয়া বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো বিষয়ে এক টাকাও কম নেন না। তার কাছে কোনো অনুরোধই কাজে আসে না।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, বেতন দিতে না পারায় লাভনী আত্মহত্যা করেছে।
অভিযোগের বিষয়ে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, ‘বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হয় না। কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোনো বিষয় করেছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রী লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে তারাকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে না পাড়ায় লজ্জা থেকে বাঁচতে সে আত্মহত্যা করেছে।
লাবনী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লাবনীর অর্ধ-বার্ষিক পরীক্ষা চলতি মাসের ৭ তারিখে। পরীক্ষা দিতে বেতন ফি বাবদ লাভনীকে ২ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পেরে অনেক শিক্ষার্থীকে অপমান-অপদস্থ হতে হয়েছে। এ কারণে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা না নিয়ে বিদ্যালয়ে যাবে না বলে বায়না ধরে লাবনী।
এদিকে লাবনীর মা-বাবা অর্ধেক টাকা জোগাড় করে দিলেও কর্তৃপক্ষের কাছে লজ্জা পাওয়ার ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হয়নি সে। পরে সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাভনী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
লাবনীর মা ফাহিমা বেগম ও বাবা লাল মিয়া জানান, পরীক্ষার জন্য অর্ধেক টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ টাকা শোধ করতে না পারলে লজ্জা দেওয়া হবে সে ভয়ে স্কুলে যায়নি লাবনী। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক উজ্জল মিয়া বলেন, ‘মেয়ের বেতন দিতে একদিন দেরি হয়েছিল। এ কারণে আমার মেয়েকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’
তারাকান্দি গ্রামের বাসিন্দা হাবু মিয়া বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো বিষয়ে এক টাকাও কম নেন না। তার কাছে কোনো অনুরোধই কাজে আসে না।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, বেতন দিতে না পারায় লাভনী আত্মহত্যা করেছে।
অভিযোগের বিষয়ে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, ‘বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হয় না। কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোনো বিষয় করেছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
কক্সবাজারের টেকনাফে ট্রাক্টরচাপায় আবদুর রহমান (৩৭) নামের এক সরকারি চাকুরে নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের শামলাপুরের জাহাজপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১ ঘণ্টা আগে