ময়মনসিংহ প্রতিনিধি
প্রাইভেট পড়তে গিয়ে উধাও হওয়ার দুদিন পর বাসায় ফিরেছে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ (১৪)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
শাহ কামাল আকন্দ জানান, গত বৃহস্পতিবার বিকেলে মারুফ ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে লঞ্চে করে বরিশাল চলে গিয়েছিল। এরপর একইভাবে সে শনিবার দুপুরে বাসায় ফিরেও এসেছে। পরে তার বাবা থানায় এসে সাধারণ ডায়েরিটি প্রত্যাহার করে নিয়েছেন।
মারুফের বাবা রুহুল আমিন বলেন, ‘মারুফ কীভাবে সেখানে গিয়েছে তা সঠিকভাবে বলতে পারছে না। সে বলেছে, লঞ্চে গিয়ে তার হুঁশ হয়েছে যে, সে লঞ্চে আছে। বরিশাল যাওয়ার পর সেভাবেই আবার ঢাকায় ফিরেছে। তার কাছে টাকা না থাকায় সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত হেঁটে এসেছে বলেও আমাদের জানিয়েছে মারুফ। তারপর ত্রিশাল পর্যন্ত এসে আমাকে কল দেয়, এর আগে আমাকে নাকি কল করতেও মনে ছিল না তার। তারপর আমি তাকে বাসায় নিয়ে আসি।’
রুহুল আমিন আরও বলেন, ‘বাসায় আসার পরও একবার সে অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে, সে খানিকটা মানসিক সমস্যায় ভুগছে। তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাব।’
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় মারুফ। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। তাৎক্ষণিক আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেন মারুফের বাবা রুহুল আমিন।
প্রাইভেট পড়তে গিয়ে উধাও হওয়ার দুদিন পর বাসায় ফিরেছে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ (১৪)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
শাহ কামাল আকন্দ জানান, গত বৃহস্পতিবার বিকেলে মারুফ ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে লঞ্চে করে বরিশাল চলে গিয়েছিল। এরপর একইভাবে সে শনিবার দুপুরে বাসায় ফিরেও এসেছে। পরে তার বাবা থানায় এসে সাধারণ ডায়েরিটি প্রত্যাহার করে নিয়েছেন।
মারুফের বাবা রুহুল আমিন বলেন, ‘মারুফ কীভাবে সেখানে গিয়েছে তা সঠিকভাবে বলতে পারছে না। সে বলেছে, লঞ্চে গিয়ে তার হুঁশ হয়েছে যে, সে লঞ্চে আছে। বরিশাল যাওয়ার পর সেভাবেই আবার ঢাকায় ফিরেছে। তার কাছে টাকা না থাকায় সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত হেঁটে এসেছে বলেও আমাদের জানিয়েছে মারুফ। তারপর ত্রিশাল পর্যন্ত এসে আমাকে কল দেয়, এর আগে আমাকে নাকি কল করতেও মনে ছিল না তার। তারপর আমি তাকে বাসায় নিয়ে আসি।’
রুহুল আমিন আরও বলেন, ‘বাসায় আসার পরও একবার সে অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে, সে খানিকটা মানসিক সমস্যায় ভুগছে। তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাব।’
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় মারুফ। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। তাৎক্ষণিক আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেন মারুফের বাবা রুহুল আমিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
১২ মিনিট আগেমায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
২৩ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
৩৬ মিনিট আগে