ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন—জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন এবং ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল।
এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। নির্বাচন ঘিরে তাঁরাও সরব রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে ১২ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। এর মধ্যে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া বলেন, ‘দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করে আসলেও বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে আসছি। এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ফরম সংগ্রহ করেছি।’
জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিল আমাকে মনোনয়ন দেওয়ার, কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’
ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ করেছি। নির্বাচনে অংশ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি।’
এ দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আশা রাখি, সফল হতে পারব।’
জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন—জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন এবং ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল।
এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। নির্বাচন ঘিরে তাঁরাও সরব রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে ১২ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। এর মধ্যে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া বলেন, ‘দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করে আসলেও বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে আসছি। এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ফরম সংগ্রহ করেছি।’
জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিল আমাকে মনোনয়ন দেওয়ার, কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’
ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ করেছি। নির্বাচনে অংশ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি।’
এ দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আশা রাখি, সফল হতে পারব।’
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ফয়জুল করীম বলেন, ‘যাদেরকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করে না। তারা ভিনদেশিদের চিন্তা লালন করে। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। তবে আমরা এটা করতে চাই না।’
৬ মিনিট আগেপাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।
৪৩ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
১ ঘণ্টা আগে