নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজধলা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে দুই বন্ধু ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
নিহত আকিব হাসান মাহিন (১৭) উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাশেমের ছেলে ও স্থানীয় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা ফারুক আহমেদের দাবি-‘পূর্বশত্রুতার জেরে মাহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে।’ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পরিবারের বরাত দিয়ে ওসি রাশেদুল ইসলাম জানান, ‘বুধবার দুই বন্ধু মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে তারা ঘুরে বেড়ায়। একপর্যায়ে রাজধলা বিলের পাড়েও তারা গিয়েছিল। সন্ধ্যায় মাহিন বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। ওই দুই বন্ধুর মোবাইলে কল করে মাহিনের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায়, বিকেলে এক বড় ভাইয়ের ফোন পেয়ে মাহিন চলে গেছে। তারপর আর কি হয়েছে তারা জানে না।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘পরে সন্ধ্যায় রাজধলা বিলের পাড়ে মাহিনের মোবাইল ফোনটি পানিতে এক ব্যক্তি ভেজা অবস্থায় পায়। মোবাইল থেকে সিম বের করে অন্য মোবাইল দিয়ে পরিবারের নম্বরে কল দিয়ে বিষয়টি জানান তিনি। পরিবারের লোকজন রাতে গিয়ে বিলের কাছে খোঁজাখুঁজি করে আর কিছু পায়নি।
বৃহস্পতিবার ভোরে গিয়ে বিলের পাড়ে মাহিনের পরিহিত জামা–কাপড় ও জুতা দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দুপুরে তারা ঘণ্টাব্যাপী বিলের পানিতে খুঁজে মাহিনের লাশ উদ্ধার করে।’
ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মাহিনের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। তবে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।’
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজধলা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে দুই বন্ধু ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
নিহত আকিব হাসান মাহিন (১৭) উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাশেমের ছেলে ও স্থানীয় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা ফারুক আহমেদের দাবি-‘পূর্বশত্রুতার জেরে মাহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে।’ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পরিবারের বরাত দিয়ে ওসি রাশেদুল ইসলাম জানান, ‘বুধবার দুই বন্ধু মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে তারা ঘুরে বেড়ায়। একপর্যায়ে রাজধলা বিলের পাড়েও তারা গিয়েছিল। সন্ধ্যায় মাহিন বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। ওই দুই বন্ধুর মোবাইলে কল করে মাহিনের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায়, বিকেলে এক বড় ভাইয়ের ফোন পেয়ে মাহিন চলে গেছে। তারপর আর কি হয়েছে তারা জানে না।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘পরে সন্ধ্যায় রাজধলা বিলের পাড়ে মাহিনের মোবাইল ফোনটি পানিতে এক ব্যক্তি ভেজা অবস্থায় পায়। মোবাইল থেকে সিম বের করে অন্য মোবাইল দিয়ে পরিবারের নম্বরে কল দিয়ে বিষয়টি জানান তিনি। পরিবারের লোকজন রাতে গিয়ে বিলের কাছে খোঁজাখুঁজি করে আর কিছু পায়নি।
বৃহস্পতিবার ভোরে গিয়ে বিলের পাড়ে মাহিনের পরিহিত জামা–কাপড় ও জুতা দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দুপুরে তারা ঘণ্টাব্যাপী বিলের পানিতে খুঁজে মাহিনের লাশ উদ্ধার করে।’
ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মাহিনের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। তবে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলটির অন্তত ৫০ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে আগুন এবং দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
৬ মিনিট আগেগৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে বরিশালে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
১০ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানির তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে।
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
৩১ মিনিট আগে