নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি।
নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
বাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি।
নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
বাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
৯ মিনিট আগেরাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত শিশুদের মা রোজীনা বেগম। মামলায় শিশুদের বাবা আব্দুল আহাদ মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন...
১২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাপায় রবিউল ইসলাম রবি (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সুমন শেখকে (২৯) আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবগুড়ায় চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান এবং ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।
১ ঘণ্টা আগে