শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মজিবুর রহমান সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মজিবর রহমান গত বুধবার (১৬ নভেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষা করলে তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন জানান, মজিবর রহমান গত গত বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টেও ভুগছিলেন।
তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রাগী ভর্তি রয়েছেন।
শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মজিবুর রহমান সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মজিবর রহমান গত বুধবার (১৬ নভেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষা করলে তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন জানান, মজিবর রহমান গত গত বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টেও ভুগছিলেন।
তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রাগী ভর্তি রয়েছেন।
টাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া এই নেতার নাম সাইমন রেজা। তিনি নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য ছিলেন।
৬ মিনিট আগেদুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন।
১৬ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল।
২৩ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে