সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাছিম উদ্দিন (১৭) নামে এক কলেজশিক্ষার্থী তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় গতকাল শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উপজেলার আওনা ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাছিম উদ্দিন উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাছিম উদ্দিন। সে আওনা দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা জয়নাল আবেদীনের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করে আসছিল নাছিম। গত ২৪ মার্চ (শুক্রবার) সে তার বাবাকে মোটরসাইকেল কিনে দিতে দুই দিনের সময় বেঁধে দেয়। দুই দিন অতিবাহিত হলে গত ২৬ মার্চ (রোববার) বিকেলে সে তার বসতঘরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়।
নিহত নাছিম উদ্দিনের বাবা জয়নাল আবেদীন জানান, মোটরসাইকেল কিনে না দিতে পারায় সে অভিমান করে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, গায়ে পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থানায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাছিম উদ্দিন (১৭) নামে এক কলেজশিক্ষার্থী তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় গতকাল শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উপজেলার আওনা ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাছিম উদ্দিন উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাছিম উদ্দিন। সে আওনা দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা জয়নাল আবেদীনের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করে আসছিল নাছিম। গত ২৪ মার্চ (শুক্রবার) সে তার বাবাকে মোটরসাইকেল কিনে দিতে দুই দিনের সময় বেঁধে দেয়। দুই দিন অতিবাহিত হলে গত ২৬ মার্চ (রোববার) বিকেলে সে তার বসতঘরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়।
নিহত নাছিম উদ্দিনের বাবা জয়নাল আবেদীন জানান, মোটরসাইকেল কিনে না দিতে পারায় সে অভিমান করে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, গায়ে পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থানায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার জাকির হোসেন ভূঁইয়া (৫৪)। পরিবার থাকে রাজধানীর বাড্ডা এলাকায়। সাপ্তাহিক ছুটি কাটাতে প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নোয়াখালী
৫ মিনিট আগেছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতের অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জনকে আগামীকাল সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের হাজির করতে নির্দেশ দেন।
২৩ মিনিট আগেযানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সুহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে