ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর-২ (ইসলামপুর) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের লোকের কাছ থেকে উৎকোচ নেওয়ার দায়ে আইয়ুব আলী চৌধুরী নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নির্বাচন উপলক্ষে গঠিত সংক্ষিপ্ত আদালতের বিচার মোহাম্মদ আতাউল্লাহ ওই দণ্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের বাসিন্দা ও শশারিয়াবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আইয়ুব আলী চৌধুরী কুলকান্দী ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পদে দায়িত্ব পান। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে গত শনিবার গভীর রাতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে ২৫ হাজার টাকা উৎকোচ নেন। এ সময় টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করে নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের লোকজন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহনূর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে উদ্ধার করে হেফাজতে নেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘দণ্ডিত ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে দুই বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।’
জামালপুর-২ (ইসলামপুর) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের লোকের কাছ থেকে উৎকোচ নেওয়ার দায়ে আইয়ুব আলী চৌধুরী নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নির্বাচন উপলক্ষে গঠিত সংক্ষিপ্ত আদালতের বিচার মোহাম্মদ আতাউল্লাহ ওই দণ্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের বাসিন্দা ও শশারিয়াবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আইয়ুব আলী চৌধুরী কুলকান্দী ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পদে দায়িত্ব পান। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে গত শনিবার গভীর রাতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে ২৫ হাজার টাকা উৎকোচ নেন। এ সময় টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করে নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের লোকজন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহনূর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে উদ্ধার করে হেফাজতে নেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘দণ্ডিত ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে দুই বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।’
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
২৩ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৩৭ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
৩ ঘণ্টা আগে