কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি, বুকে শিশুসন্তান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৩
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৮: ৫৫

ভালুকা মডেল থানায় কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে শিশু বাচ্চা নিয়ে দায়িত্ব পালন করছেন এক নারী পুলিশ। দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনের সঙ্গে মমতাময়ী মায়ের ভূমিকাও পালন করছেন সমানতালে। 

রাইফেল কাঁধে রেখেই পরম মমতায় বুকে আগলে রেখেছেন শিশুসন্তানকে। ভালুকা থানার এক পুলিশ সদস্যের এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন। এই পোস্টে নেটিজেনরা ওই নারীর দায়িত্ববোধের উচ্চ প্রশংসা করছেন; শ্রদ্ধায় ভাসাচ্ছেন। 

ইউএনও ভালুকা নামে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটিতে (ইউএনও) সালমা খাতুন লেখেন, ‘সকালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিতে ভালুকা মডেল থানায় গিয়ে অন্যরকম দৃশ্য চোখে পড়ল। এক নারী পুলিশ সদস্য তাঁর আট মাসের সন্তানকে বুকে আগলে রেখেছেন। এমনিতেই শীতকাল, তার ওপর গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সে জন্য শিশুটিও মায়ের উষ্ণ কোলের মধ্যে গুটিসুটি মেরে জড়িয়ে আছে। ছবিটি ফেসবুকে দেওয়ার কারণ একটাই। সেটা হলো সবাই দেখুক যে কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে বাচ্চা নিয়ে সমানভাবে দায়িত্ব পালন করা কেবল একজন নারীর পক্ষেই সম্ভব।’ 

স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাতে মন্তব্য লিখেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। সেখানে এক নারী লিখেছেন, ‘এ জন্যই তো নারীরা সব কাজে সমান দায়িত্ব শুধু নয়, একনিষ্ঠভাবে কাজ করে পুরুষের সমকক্ষ হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি সফলতা অর্জন করে। একজন নারী তার জীবন চলার পথে জীবনযুদ্ধে লড়াই করে টিকে থাকে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

এস আলম সংশ্লিষ্টতা: ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে বাংলাদেশ-চীনের জায়গা দখলের আশা ভারতের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত