মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঝড়ের কবলে কাঁঠালগাছ উপড়ে পড়েছে বিদ্যুতের (৪০০ ভোল্টেজের লাইন) তারের ওপর। গাছের ভারে নিচের দিকে ঝুলে পড়ছে ওই তার। দীর্ঘদিন এ অবস্থা চললেও সমাধানের কোনো উদ্যোগ নেই। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের টিঅ্যান্ডটি রোডে ঝড়ের কবলে উপড়ে পড়া একটি কাঁঠালগাছ বিদ্যুতের তারের ওপর পড়ে আছে। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় সড়কের ওপরেই ঝুলে আছে গাছটি। অনেক দিন হয়ে গেলেও গাছটি কাটার উদ্যোগ না নেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় পথচারীসহ আশপাশের বাড়ির বাসিন্দারা।
বিদ্যুতের তারটি যে বাড়ির পাশেই ঝুলে আছে, ওই বাড়ির মালিক মো. জুয়েল মিয়া বলেন, ‘কাঁঠালগাছটির মালিক দীর্ঘদিন যাবৎ বাড়িতে থাকেন না। কিছুদিন আগে ঝড়ের কবলে কাঁঠালগাছটি তারের ওপর এসে পড়ে। দিনে দিনেই তার নিচের দিকে ঝুলছে। এতে সবচেয়ে বেশি আতঙ্কে আছি আমরা।’ বিদ্যুতের তারের ওপর থেকে দ্রুত গাছটি সরানোর দাবি জানান জুয়েল।
স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শুধু তাই নয়, স্থানীয় পথচারীসহ পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাসিন্দারাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই পথে চলাচল করে। গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর অনেক দিন যাবৎ বিদ্যুতের তারে গাছটি এভাবেই ঝুলে আছে। এ অবস্থায় গাছের মালিক কিংবা বিদ্যুৎ অফিসের লোকজনও গাছটি কাটার উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
কাঁঠালগাছের মালিক মো. ইব্রাহিম বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ বাড়িতে নেই। যখন জানতে পেরেছি কাঁঠালগাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়েছে, তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। পরে বিদ্যুৎ অফিসের লোকজন সরেজমিনে দেখে এসেছে। দু-এক দিনের মধ্যেই বিদ্যুতে অফিসের লোকজনের উপস্থিতিতে গাছটি কাটা হবে।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) সৈকত মাহমুদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্বন্ধে অবগত নই। খোঁজ নিয়ে লোক পাঠিয়ে দ্রুত গাছটি কাটার ব্যবস্থা নেব।’
ঝড়ের কবলে কাঁঠালগাছ উপড়ে পড়েছে বিদ্যুতের (৪০০ ভোল্টেজের লাইন) তারের ওপর। গাছের ভারে নিচের দিকে ঝুলে পড়ছে ওই তার। দীর্ঘদিন এ অবস্থা চললেও সমাধানের কোনো উদ্যোগ নেই। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের টিঅ্যান্ডটি রোডে ঝড়ের কবলে উপড়ে পড়া একটি কাঁঠালগাছ বিদ্যুতের তারের ওপর পড়ে আছে। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় সড়কের ওপরেই ঝুলে আছে গাছটি। অনেক দিন হয়ে গেলেও গাছটি কাটার উদ্যোগ না নেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় পথচারীসহ আশপাশের বাড়ির বাসিন্দারা।
বিদ্যুতের তারটি যে বাড়ির পাশেই ঝুলে আছে, ওই বাড়ির মালিক মো. জুয়েল মিয়া বলেন, ‘কাঁঠালগাছটির মালিক দীর্ঘদিন যাবৎ বাড়িতে থাকেন না। কিছুদিন আগে ঝড়ের কবলে কাঁঠালগাছটি তারের ওপর এসে পড়ে। দিনে দিনেই তার নিচের দিকে ঝুলছে। এতে সবচেয়ে বেশি আতঙ্কে আছি আমরা।’ বিদ্যুতের তারের ওপর থেকে দ্রুত গাছটি সরানোর দাবি জানান জুয়েল।
স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শুধু তাই নয়, স্থানীয় পথচারীসহ পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাসিন্দারাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই পথে চলাচল করে। গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর অনেক দিন যাবৎ বিদ্যুতের তারে গাছটি এভাবেই ঝুলে আছে। এ অবস্থায় গাছের মালিক কিংবা বিদ্যুৎ অফিসের লোকজনও গাছটি কাটার উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
কাঁঠালগাছের মালিক মো. ইব্রাহিম বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ বাড়িতে নেই। যখন জানতে পেরেছি কাঁঠালগাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়েছে, তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। পরে বিদ্যুৎ অফিসের লোকজন সরেজমিনে দেখে এসেছে। দু-এক দিনের মধ্যেই বিদ্যুতে অফিসের লোকজনের উপস্থিতিতে গাছটি কাটা হবে।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) সৈকত মাহমুদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্বন্ধে অবগত নই। খোঁজ নিয়ে লোক পাঠিয়ে দ্রুত গাছটি কাটার ব্যবস্থা নেব।’
ময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
১৬ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
২১ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যানচলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামত কাজ শেষ হলে যান চলাচল শুরু হয়।
২৪ মিনিট আগে