ময়মনসিংহে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০৯: ০৪

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নগরীর চরপাড়ার সালতানাত রেস্টুরেন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, তাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান, শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, আলমগীর হোসেন, মো. নাফিজ, আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও নুরুল হক।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, গতকাল সকালে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। সেখান থেকে তাঁরা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে সরকারবিরোধী পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাঁদের গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত