সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীকে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী নাছিমা বেগমের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মিয়া (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে রুবেল মিয়ার সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর রুবেল মিয়া পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে আরও এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
আজ সকালে নাছিমা বেগম তাঁর স্বামী রুবেল মিয়ার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, অবস্থার আরও অবনতি হলে তাঁকে মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীকে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী নাছিমা বেগমের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মিয়া (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে রুবেল মিয়ার সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর রুবেল মিয়া পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে আরও এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
আজ সকালে নাছিমা বেগম তাঁর স্বামী রুবেল মিয়ার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, অবস্থার আরও অবনতি হলে তাঁকে মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৯ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১০ ঘণ্টা আগে